এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ ডিসেম্বর : সোমবার “মমতা চোর” লেখা টি শার্টে পরে কলকাতা কার্যত দাপিয়ে বেড়িয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির নেতারা । রাজ্যের শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে ধর্মতলায় আম্বেদকরের মুর্তির পাদদেশে ধর্না মঞ্চ করা হয়েছিল । সোমবার দুপুরে বিজেপি পরিষদীয় দলের পদযাত্রা বিধানসভা থেকে ধর্মতলায় ধর্না মঞ্চ পর্যন্ত যায় । তার আগে তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের নজরকাড়া সাফল্যে বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করেন শুভেন্দু অধিকারীরা । কলকাতায় বিজেপির ওই কর্মসূচির সময় শুভেন্দুসহ দলীয় বিধায়কদের “মমতা চোর” লেখা টি শার্টে পরতে দেখা গেছে ।
এবারে ‘টি শার্টে বিতর্ক’ গড়াল থানা পর্যন্ত । জানা গেছে যে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কের বিরুদ্ধে কলকাতার ময়দান ও হেয়ার স্ট্রিট থানায় সোমবার বিকেলে অভিযোগ দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি , মমতা ব্যানার্জি সম্পর্কে “কুরুচিকর” ও “অসম্মানজনক” শব্দ ব্যবহার করা হয়েছে বলে দাবি করে পুলিশকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন ।
এদিকে সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ ‘চোর মমতা’ টি-শার্ট নিয়ে প্রতিক্রিয়ায় তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ লিখেছেন,’চোর শুভেন্দুকে মঞ্চে নিয়ে ‘চোর’ শ্লোগান বিজেপির। বিজেপিই ওকে চোর বলে ভিডিও ছেড়েছিল। সিবিআই ওর নামে এফ আই আর করেছে। গ্রেপ্তার এড়াতে চোর বিজেপিতে গিয়েছে। নির্লজ্জ বেহায়া বিজেপি এই চোরকে নিয়ে বসে আছে। বিজেপির বিধায়কেরা কি চোরের কাছ থেকে কোনও ভাগ পাচ্ছেন? তদন্ত হোক।’
যদিও কুনাল ঘোষের এই মন্তব্যের প্রতিক্রিয়াও আসছে । জনৈক অসীম গায়েন লিখেছেন,’এই চোর কে নিজেদের দলে রাখতে প্রশান্ত কিশোর, অভিষেক ব্যানার্জি আর সৌগত রায় ওনার বাড়িতে গেছিলো কেনো? তখন তো এসব কথা শুনিনি।’
সৌমেন নামে এক ব্যবহারকারী লিখেছেন,’কুনালদা তুমি জেলে ছিলে না…..ক’বছর যেন ঠিক মনে পরছে না…. তোমার মুখে এসব মানায় না….তুমি নিজে মমতাকে চোর বলেছিলে,পুলিশ ভ্যানে ওঠার সময়,মনে করো….তোমার মুখে মানায় না….কেন খিস্তি খাও ?’