দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জুলাই : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাট পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায় এবং কাউন্সিলরদের বড় অংশের দ্বন্দ্ব দীর্ঘ দিন ধরে চলে আসছে । এমনকি সপ্তাহ দুয়েক আগে কলকাতায় গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমসহ দলের রাজ্য নেতৃত্বের কাছে বিস্তর অভিযোগও জানিয়ে আসেন কাউন্সিলররা । তারা চেয়ারম্যানকে সরানোর দাবি তোলেন । কিন্তু শীর্ষ নেতৃত্ব এযাবৎ কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে শাসকদলের কোন্দল নেমে এল প্রকাশ্য রাস্তায় । আজ সোমবার বিকেলে পুরসভার পুরসভার ভাইস চেয়ারম্যান অজিত বন্দোপাধ্যায়সহ ১১ জন কাউন্সিলর মিলে র্দাঁইহাটের স্টেশনবাজার তৃণমূল কার্যালয় থেকে একটি মিছিল বের করেন । পুর মার্কেটের সামনে এসে মিছিল শেষে পথসভা হয় । একুশে জুলাইয়ের সভার সমর্থনে এই মিছিলের কথা বলা হলেও পথসভায় অজিত বন্দোপাধ্যায়ের বক্তব্যের আগাগোড়াই ছিল দলীয় চেয়ারম্যানকে নিশানা করে । এদিকে দাঁইহাট পুরসভার কোন্দল প্রকাশ্য রাস্তায় চলে আসায় চরম অস্বস্তিতে পড়েছে শাসকদলের জেলা নেতৃত্ব ৷
দাঁইহাট পুরসভার মোট ১৪ টি ওয়ার্ড রয়েছে। ২০১১ সালের আগে পর্যন্ত পুরসভাটি ছিল সিপিএমের দখলে । রাজ্যে পালা বদলের পর পুরসভার দখল নেয় তৃণমূল কংগ্রেস । বর্তমানে সবকটি ওয়ার্ড তৃণমূলের দখলে । তবে বিগত লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের বিপুল জয়জয়কার হলেও দাঁইহাট পুরসভায় প্রায় আড়াই হাজার ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল । কাউন্সিলরদের মূলত অভিযোগ চেয়ারম্যানের আচার আচরণ ও এলাকায় অনুন্নয়ন নিয়ে । এনিয়ে চেয়ারম্যান প্রদীপ রায় ও ভাইস চেয়ারম্যান অজিত বন্দোপাধ্যায়ের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছে ।
অজিত বন্দোপাধ্যায়ের অভিযোগ,’চেয়ারম্যানের কাছে কাউন্সিলররা কোনো সম্মান পায় না । দাঁইহাটের পুর এলাকার নাগরিক পরিষেবা বন্ধ হয়ে গেছে । রাস্তাঘাট, নর্দমা, ডাষ্টবিন পরিষ্কার না করায় দুষণ ছড়াচ্ছে । জল দিয়ে পোঁকা বের হচ্ছে। এসবে কোনো নজর নেই চেয়ারম্যানে । তিনি কেবল নিজের গদি বাঁচাতে ব্যস্ত ।’ লোকসভা নির্বাচনে ফলাফলের নিরিখে দাঁইহাট পুর এলাকায় বিজেপির কাছে পিছিয়ে থাকা নিয়েও তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ দাগেন । তিনি বলেন,’লোকসভায় যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা সবাই বিক্ষুব্ধ তৃণমূল। চেয়ারম্যানকে সরানো হলেই ফের তারা তৃণমূলে চলে আসবে ।’ তিনি চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন,’এই মিছিল থেকেই আমি জনগনের হয়ে আপনাকে ধিক্কার জানাই । আপনি অবিলম্বে বেড়িয়ে যান।’ সব শেষে ১১ জন কাউন্সিলর মিলে শ্লোগান তোলেন,’জনগণের গর্জন, চেয়ারম্যানের অপশাসনের অবসান ।’
যদিও এদিনের দলীয় কাউন্সিলরদের প্রকাশ্য রাস্তায় তোপ দাগা নিয়ে পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের প্রতিক্রিয়া হল,’দল ঠিক করবে আমি চেয়ারম্যান থাকবো না ৷’ এদিকে দলীয় কোন্দল এভাবে রাস্তায় টেনে আনার বিরোধিতা করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । তিনি বলেছেন, ‘রাস্তায় এসে ঝগড়া করা দলবিরোধী কাজ । নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকলে উর্ধতন নেতৃত্বকে জানানো উচিত । এভাবে রাস্তায় এসে একে অপরের প্রতি বিষোদগার করে ওরা ভুল করেছে ।’
তবে এদিনের মিছিলে দেখা যায়নি দাঁইহাট শহর তৃণমূল সভাপতি রাধানাথ ভট্টাচার্য এবং পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়কে। এই বিষয়ে চেয়ারম্যানের দাবি যে তাকে মিছিলের কথা জানানোই হয়নি । রবীন্দ্রনাথবাবুও মন্তব্য করেছেন,দাঁইহাটের ওই সভা দলের নিয়ম মেনে হয়নি ।।