এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ সেপ্টেম্বর : আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলেছে পশ্চিমবঙ্গের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । কলকাতার ভবানীপুর ও মূর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুর এই ৩ কেন্দ্রের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল শাসক দল । রবিবার সন্ধ্যায় এনিয়ে দলের তরফ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় । ভবানীপুর থেকে লড়াই করবেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অপর দুই কেন্দ্রের মধ্যে জঙ্গিপুরে জাকির হোসেন ও সামশেরগঞ্জের প্রার্থী হিসাবে আমিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে ৷
বিগত বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হতে হয় । গত ২ মে বিধানসভার ফল ঘোষণা হয় । এদিকে ভবানীপুর থেকে বিজয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় । কিন্তু তিনি গত ২১ মে পদত্যাগ করেন । তারপর থেকেই ওই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বীতা করা নিয়ে জল্পনা চলছিল । এদিন ভবানীপুরের শাসকদলের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় । কলকাতার ভবানীপুর কেন্দ্রটি তৃণমূলের সেফ সিট বলে মনে করা হয় । তাই জয়ের বিষয়ে নিশ্চিত শাসকদল । কিন্তু হিসাব যদি উলটো হয় তাহলে
সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে । অন্যদিকে গত বিধানসভা ভোটের আগে সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত ছিল । ভবানীপুরের সঙ্গে একই দিনে ওই দুই কেন্দ্রেও ভোট হবে । ওই তিন কেন্দ্রের মনোনয়নের শেষ দিন ১৩ সেপ্টেম্বর । ফল ঘোষণা হবে ৩ অক্টোবর ।।