সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),০১ এপ্রিল : মহিলাদের ত্রিশূল,বর্ষা,গদা হাতে নিয়ে কালী রূপ ধরে ‘মহিষাসুর’ দিলিপ ঘোষেকে আটকানোর নিদান দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ । এর আগে গত শনিবার মন্তেশ্বরে প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে ‘কলিযুগের মহিষাসুর’ বলে মন্তব্য করে কীর্তি আজাদ বলেছিলেন যে মমতা দিদির তৃণমূলের টিম ওই মহিষাসুরকে ভোটে হারিয়ে বধ করবে । আজ সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভায় নির্বাচনী প্রচারের এসে আর দলনেত্রীর উপর ভরসা না রেখে ‘মহিষাসুর’ রূপী প্রতিদ্বন্দ্বী দিলিপ ঘোষকে ‘বধ’ করতে এলাকার মহিলাদের ‘ত্রিশূল-বর্ষা-গদা’ হাতে নিয়ে চণ্ডীর রূপ ধারন করার নিদান দেন তিনি ।
নাসিগ্রামে কর্মীসভায় যোগ দিয়ে কীর্তি আজাদ বলেন, ‘ওই মহিষাসুরকে (দিলিপ ঘোষ) আপনাদের গ্রামে ঢুকতে দেবেন না। গ্রামে ঢোকার চেষ্টা করলে গ্রামের মহিলারা হাতে ত্রিশূল,বর্ষা,গদা তুলে তুলে নিয়ে চণ্ডীর রূপ,কালীর রূপ ধারণ করে ওকে রুখে দেবেন ।’ তিনি আরও বলেন,’মহিষাসুরকে যেমন মা দূর্গা বধ করে মহিষাসুরমর্দিনী হয়েছিলেন, তেমন নারীশক্তি দিলীপ ঘোষের মতন অসুরকে ব্যালটবক্সের বোতাম টিপে বধ করবেন ।’
আজ সকাল ৯ টা নাগাদ ভাতার ফায়ার ব্রিগেডে এসে পৌঁছান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ সেখান থেকে তিনি র্যালি শুরু করেন । পিক আওয়ার্সে র্যালি শুরু করায় চুড়ান্ত নাকাল হতে হয় সাধারণ মানুষকে । বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে ভাতারের নাসিগ্রাম মোড় থেকে দীর্ঘ প্রায় এক কিমি জুড়ে যানবাহনগুলি দাঁড়িয়ে যায় । পাশাপাশি ভাতারের কামারপাড়া মোড় থেকে ভাতার-কামারপাড়া সড়ক পথে আটকে যায় বহু যানবাহন । ভাতার পশু চিকিৎসালয়ের একটি অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ আটকে থাকে ভিড়ের মাঝে । তীব্র দাবদহের মাঝে ভাতার গার্লস হাইস্কুলের ছোটো ছোটো পড়ুয়াদের স্কুল যেতে গিয়ে চুড়ান্ত নাকাল হতে হয় । সমস্যার মধ্যে পড়তে হয় অফিসযাত্রী ও বাজারে আসা স্থানীয় লোকজনদের ।
এরপর কীর্তি আজাদ যান বড়বেলুনের বড়মা কালী মন্দিরে, সেখানে তিনি পূজা দেন । সেখান থেকে নাসিগ্রামে কর্মী সভায় যোগ দেন তিনি ।কর্মী সভা শেষে খেড়ুরের খেপি মায়ের পুজো দিয়ে সেখানে মধ্যাহ্নভোজন সারেন । এরপর তিনি চলে আসেন কুবাজপুর তেমাথা মোড়ে এবং সেখানে কর্মী বৈঠকে অংশগ্রহণ করেন । সবশেষে আমারুন স্টেশন বাজারে কর্মী বৈঠক করে ভাতারে নির্বাচনী প্রচার পর্ব শেষ করেন কীর্তি আজাদ ।।