এইদিন ওয়েবডেস্ক,কালনা(পূর্ব বর্ধমান),০৮ জানুয়ারী : কয়লা পাচার মামলার তদন্তের অঙ্গ হিসাবে আজ বৃহস্পতিবার তৃণমূলের ভাড়া করা ভোটকুশলী সংস্থা আই-প্যাকের (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED raid at I-PAC)। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে সঙ্গে নিয়ে প্রতীক জৈনের বাড়ি গিয়ে হার্ড ডিস্ক ও প্রচুর ফাইল বগলদাবা করে চলে যান । ইডির এই অভিযানকে ‘রাজনৈতিক ডাকাতি’ বলে আখ্যা দিয়ে “ন্যাস্টি গৃহমন্ত্রী” অমিত শাহের বিরুদ্ধে আজ বিকেল ৪টেয় রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেন মমতা ।
দলনেত্রীর এই নির্দেশ মেনে আজ সন্ধ্যায় কালনা শহরের একাধিক এলাকায় বিক্ষোভ মিছিলের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করে তৃণমূলের লোকজন ৷ বিক্ষোভস্থল থেকে তৃণমূল নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর বিরুদ্ধে বিষোদগার করেন ৷ তবে একটি সাংবিধানিক সংস্থার তদন্ত প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর অযাচিত হস্তক্ষেপ নিয়ে একদিকে যেমন সন্দেহের উদ্রেগ হয়েছে পাশাপাশি একজন নির্বাচিত প্রতিনিধির এহেন ভূমিকায় উঠছে একাদিক প্রশ্ন । ইডির দাবি, তদন্তকারী আধিকারিকদের উপস্থিতিতেই ক্ষমতার অপব্যবহার করে অফিসে অনুপ্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের অভিযোগ, আইন মেনে চলা একটি অভিযানে এভাবে হস্তক্ষেপ করা এবং নথিপত্র নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি । কয়লা পাচার মামলায় আইপ্যাকের অফিসে অভিযান চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী যেভাবে সেখান থেকে নথিপত্র এবং হার্ড ডিস্ক নিজের গাড়িতে তুলে নিয়েছেন, তাকে ‘সাংবিধানিক পদের অপব্যবহার’ এবং ‘ফাইল ছিনতাই’ বলে পালটা অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এনিয়ে ইডি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছে । আগামী কাল এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে ।।

