এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ ফেব্রুয়ারী : মালদার রতুয়ার হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতদেরকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মহম্মদ কাশিম হিসাবে এবং অন্য দু’জনকে জাকির ও নজরুল বলে চিহ্নিত করা হয়েছে । তাদের তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করা বলে খবর । ধৃতদের আজ শুক্রবার এদিকে বোমা বিস্ফোরণ কান্ডে তৃণমূল কংগ্রেসের তিনজন একসাথে গ্রেফতার হওয়ায় রীতিমতো সোড়গোল পড়ে গেছে জেলার রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত,বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমুণি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় ভুট্টার জমিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । সেই সময় জমিতে ঘাস কাটতে গিয়েছিল সামির আক্তার(১৩) ও মহম্মদ ইমতিয়াজ(৯) নামে দুই কিশোর । তারা বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয় । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । পরে তাদের মালদা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয় ।।

