এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ জানুয়ারী : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা শুরু থেকেই করছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এনিয়ে বিক্ষোভ ও পথ অবরোধও করছে তারা । এসআইআর-এর শুনানিকে ইস্যু করে আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বিডিও অফিসের সামনে বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কপথ অবরোধ করল শাসকদল । এদিন সকাল ১১ টা থেকে শুরু হয় এই অবরোধ । যা প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত আছে । তৃণমূলের দাবি, অবিলম্বে এসআইআর-এর শুনানির নামে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে । এমনকি কোনো কোনো তৃণমূল নেতা শুনানি না করেই সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকায় তোলার দাবি পর্যন্ত জানান । এদিকে খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসেন ইআরও ( Election Returning Officer ) । তিনি তৃণমূল নেতাদের বক্তব্য শোনেন এবং অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান । তবে তার সেই আবেদন প্রত্যাখ্যান করা হয় । তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিয়েছেন,দাবি না মানলে অবরোধ অব্যাহত থাকবে ।
জানা গেছে,ভাতার বিধানসভা এলাকায় খসড়া তালিকা থেকে স্থানান্তর ও মৃত ভোটার মিলে প্রায় ১৩ হাজার নাম বাদ পড়েছে । খসড়া তালিকায় নাম ওঠা প্রায় ২৫ হাজার জনকে শুনানির জন্য ডাকা হয়েছে । আজ মঙ্গলবার থেকে ভাতার বিডিও অফিসে এসআইআর-এর শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । তার আগেই ভাতার বাজার,বলগোনা ও পার্শ্ববর্তী মুসলিম অধ্যুষিত গ্রামগুলির শতাধিক লোকজন নিয়ে বিডিও অফিসের সামনে বর্ধমান -কাটোয়া রাজ্য সড়কপথ অবরোধ শুরু করে তৃণমূল । তবে কোনো দলীয় পতাকা নিয়ে নয়,জাতীয় পতাকা নিয়ে এই অবরোধ করা হয় । নেতৃত্ব দেন ভাতার ব্লক আইএনটিটিইউসি সভাপতি শুভ্রাংশু বুট,ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত হুইসহ অনান্য তৃণমূল নেতারা ।
শুভ্রাংশু বুট বলেন,’আমরা চাই শুনানির নামে অকারণ হয়রানি বন্ধ হোক । আর তা না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ।’ এদিকে অবরোধ শুরু হতেই বিডিও অফিসের দুটি গেট বন্ধ করে দেয় পুলিশ । তবে তার আগেই ডাক পাওয়া বেশ কিছু ভোটারকে অফিসে নথিপত্র নিয়ে হাজির হতে দেখা যায় । শুনানিতে ডাক পাওয়াদের অধিকাংশ ভোটারদের গননা ফর্মে নামের ভুল আছে বলে জানা গেছে ।।

