এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১২ ফেব্রুয়ারী : উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা দেশ । সন্দেশখালির বেতাজ বাদশা ও তার বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ উঠছে । জমি জায়গা জবরদখল থেকে শুরু করে সুন্দরী মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর্যন্ত অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে । অভিযোগ উঠছে সন্দেশখালীর পুলিশের ভূমিকা নিয়েও । ক্ষিপ্ত গ্রামবাসীরা তৃণমূলের সন্দেশখালি ২ নম্বর ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজারার পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় । এই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়কের নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিং-কেও । এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে শাহজাহান শেখের অনুগামী তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম সর্দারকে শনিবার রাতে পুলিশ গ্রেপ্তার করে । পাশাপাশি উত্তম সর্দারকে সাসপেন্ড করে তৃণমূল ।
সন্দেশখালীর এই উত্তপ্ত পরিস্থিতির কথা রাজ্যের রাজ্যপাল ভি আনন্দ বোসের (C V Anand Bose) কানে যেতেই সোমবার কেরল থেকে কলকাতা ফিরেই সোজা সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হন । কিন্তু মাঝ রাস্তাতেই রাজ্যপালের পথ অবরোধ করে দেয় তৃণমূলের মহিলা সংগঠন । মিনাখাঁর বামনবাজারের কাছে তাঁর কনভয় আটকে কালো পতাকা, প্ল্যাকার্ড নিয়ে তারা একশ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় । বেশ কিছুক্ষণ আটকে পড়েন রাজ্যপাল । পাশাপাশি মিনাখাঁয় বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাখে তৃণমূলের লোকজন । যদিও পরে পুলিশের হস্তক্ষেপে রাজ্যপাল অবরোধ মুক্ত হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে ।
এদিকে আজ সোমবার সকালে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিধানসভায় বিজেপি পরিষদীয় দল ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে । বিজেপি বিধায়কদের পরনে ছিল সন্দেশখালি সঙ্গে আছি’ লেখা সাদা জামা । শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিধানসভার চত্বরে মিছিল করে ‘সন্দেশখালি জ্বলছে,মমতা হাসছে’, ‘নারী নির্যাতনকারী সরকার’,’আর নেই দরকার’ প্রভৃতি স্লোগান দেয় । শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘সন্দেশখালি মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি। আমরা গর্বিত । আমাদের কোন দুঃখ নেই ।’ এরপর চোর ধর জেল ভর স্লোগান ওঠে । জানা গেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছেন বিজেপি বিধায়করা । ইতি মোদি সন্দেশখালিতে পৌঁছে গেছে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও ।।