প্রদীপ চট্টোপাপাধ্যায় ও আমিরুল ইসলাম,বর্ধমান,১৮ এপ্রিল : পঞ্চম দফার ভোট শেষ রবিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পূর্ব বধমানের ভাতারের জনসভা থেকে বললেন, “খেলায় দিদি গোল খেয়ে গিয়েছেন। হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি এতদিন আমাদের অনেক বোকা বানিয়ে এসেছে।আর সাদা শাড়ি নয়। সাদা শাড়ির দিন শেষ । এবার সাদা দাড়ি সোনার বাংলা গড়বে।”
দিলীপ ঘোষের পাল্টা পূর্বস্থলী দক্ষিন বিধানসভায় অনুষ্ঠিত তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে সদ্য বিদায়ী মন্ত্রী অরুপ বিশ্বাস বললেন , ‘দিল্লীতে বিধানসভা নির্বাচন চলাকালীন অমিত শাহ সহ অন্য বিজেপি নেতারা বলেছিলেন তাঁরা ৬৫ টি আশনে জিতছেন। কিন্তু বাস্তবে বিছেপি দিল্লীতে মাত্র ৮ আশনে জিতেছিলে। এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি যদি ২০ টি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে অরুপ বিশ্বাস মন্তব্য করেন। ভোটের ফল নিয়ে তৃণমূল না বিজেপি কার ভবিষ্যৎবণী মিললো তা ২ মে তেই পরিস্কার হয়ে যাবে ।’
ভাতারের নবাবনগরে এদিন বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোঁয়ারের সমর্থনে জনসভায় হয় ।
সেই সভায় বক্তব্য রাখতে উঠে দিলীপ ঘোষ আগাগোড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে নিশানা করেন। তিনি রাজ্যের আইন আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বলেন,” আর সিভিক পুলিশ দিয়ে থানা চলবে না।দিলীপ বাবু বলেন ,আমি কথা দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে আর সেন্ট্রাল ফোর্স লাগবে না।এই পশ্চিমবঙ্গের পুলিশ ভোট নিয়ন্ত্রণ করবে।পুলিশ নিরপেক্ষ ভোট করবে।পুলিশের মেরুদণ্ড আমরা সোজা করে দেবো।”ভাতারের সভার আগে জেলার আউশগ্রাম, পূর্বস্থলী এবং মঙ্গলকোট বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড শো করেন দিলীপ ঘোষ।
অন্যদিকে এদিন সন্ধ্যায় পূর্বস্থলী দক্ষিন আশনে প্রতিদ্বন্দী তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের সমর্থনে হওয়া জনসভায় যোগ দিয়ে অরুপ বিশ্বাস আগাগোড়াই বিজেপিকে নিশানা করেন । তিনি বলেন ,বিজেপি হল গেরুয়াধারী রাবণ,ভন্ড সাধুর দল।নির্বাচনে বিজেপির লক্ষ বাংলা নয়।লক্ষ্য ৫ ফুট ২ ইঞ্চির টালির চালের ঘরের বাসিন্দা মেয়েটা।তাকে শেষ করাই বিজেপির মূল লক্ষ্য।কারণ
বিজেপি নেতারা জানে ,এইবারের নির্বাচনে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিতেগেলে ২০২৪ শের লোকসভা নির্বাচনে বিজেপি সাফ হয়ে যাবে।’