এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ জানুয়ারী : আজ সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় সংশ্লিষ্ট দপ্তরে এসআইআর ফর্ম ৭ জমা দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হতে হল বিজেপিকে । পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা শাসকের দপ্তরে ফর্ম-৭ জমা দিতে গিয়ে তৃণমূলের প্রবল বাধার মুখে পড়ে ফিরে আসতে হয় বিজেপিকে । পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। অন্যদিকে কাটোয়া মহকুমাশাসকের কার্যালয়ের ভিতরেই তৃণমূলের হাতে আক্রান্ত হতে হল বিজেপি নেতাদের ।
বিজেপি নেতাদের তৃণমূলের নেতাদের বেধরক মারধর করে বলে অভিযোগ । বিজেপির দাবি, তৃণমূল ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় তাদের ৪-৫ জন জখম হয়েছে । এখানে বিজেপির তরফে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে । বিজেপির অভিযোগ যে পুলিশই কার্যত তাদের তৃণমূলের দুষ্কৃতীদের মুখে ঠেলে দিয়েছে ।
তৃণমূলের হামলার পর দুপুর নাগাদ সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে বিজেপির কাটোয়া বিধানসভার কনভেনর অশোক রায় বলেন, ‘আজ আমরা দলের পক্ষ থেকে মহকুমাশাসকের কাছে গিয়েছিলাম । প্রাথমিক কথাবার্তার পর মহকুমাশাসক আমাদের অপেক্ষা করতে বলেন। কিন্তু আমরা যখন মহকুশাসকের সঙ্গে দেখা করার জন্য যখন অপেক্ষা করছিলাম তখন পুলিশ এসে আমাদের বের করে দেয় । আর পুলিশ বের করে দিতেই তৃণমূল কংগ্রেসের একদল দুষ্কৃতী আমাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। আমাদের ৪-৫ জন জখম হয়েছেন। কিন্তু পুলিশ আমাদের বাঁচাতে আসেনি ।’ কাটোয়া পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে বলে অভিযোগ তার । যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।।
