এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ সেপ্টেম্বর : দিল্লিতে ধর্না কর্মসূচি ট্রেন না মেলায় কেন্দ্রের বিজেপি সরকারের উপর বেজায় ক্ষুব্ধ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এনিয়ে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমাদের আটকাতে আরও একটি পদক্ষেপ। তবু আমরা নিজেদের প্রাপ্য আদায়ের জন্য লড়াই চালিয়ে যাব। পশ্চিমবাংলার মানুষের সামনে তাঁদের এমন কুঁকড়ে যেতে দেখে ভাল লাগছে । বিজেপি সরকার নির্লজ্জ ভাবে অর্থ গ্রহণ করার পরও একটি ট্রেন দিতে অস্বীকার করছে । এই বাধা প্রমান করছে যে তারা ভয় পেয়েছে।’
যদিও অভিষেক ব্যানার্জি যতই ‘ভয় পাওয়া’র কথা বলুন, রেলদপ্তর সাফ জানিয়ে দিয়েছে যে তাদের কাছে স্পেশাল ট্রেনের জন্য কোনো আবেদনই আসেনি । আর এনিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা জয় ব্যানার্জি । তিনি ফেসবুক লাইভে এসে বলেন,’দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচি আছে । তার জন্য ওরা একটা ট্রেন চেয়েছিল । ট্রেনে আরাম করে কর্মীদের নিয়ে যাবে । এই বিষয়ে সিপিএমের গুণ ছিল । সিপিএমের কর্মীরা ছাদেবাম্পারে ঝুলে যে করে হোক চলে যেত । কিন্তু তৃণমূলের বাবুরা তো বড়লোক, তাই তারা একটা স্পেশাল ট্রেন চেয়েছিল । কিন্তু ওরা জানেই না ট্রেনের জন্য কোথায় আবেদন করতে হয় । ওরা রেলের ক্যাটারিং সার্ভিসের কাছে ট্রেনের জন্য আবেদন করেছে । কিন্তু আবেদন করতে হত পূর্ব রেলকে । কারন দিল্লি-কলকাতা রুট পূর্ব রেলের মধ্যে পড়ে । পূর্ব রেলের কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেনি যে তাদের অতিরিক্ত কোচ নেই । দেওয়ার মত অতিরিক্ত ট্রেন নেই,তাই তৃণমূলের এই আবেদন রেল দপ্তর বাতিল করেছে৷ এই নিয়ে এখন তৃণমূল চেঁচাচ্ছে যে ওদের যুবরাজ ওখানে ধর্না দিক । এগুলো সব ফালতু কথা ।’
প্রসঙ্গত, আগামী ২ ও ৩ তারিখ দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । কেন্দ্রের কাছ থেকে একশোদিনের কাজ ও আবাস যোজনার বকেয়া আদায়ে এই কর্মসূচি বলে তৃণমূল জা।নিয়েছে । সেই উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে চেয়েছিল তৃণমূল । কিন্তু রেল দপ্তর বিশেষ ট্রেনের ব্যবস্থা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে । এদিকে রেল দপ্তরের তরফে পাঠানো চিঠি পোস্ট করে তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘জিতনা ভি কোসিস কর লো হাম ডাটে রাহেঙ্গে, ঝুকেগা নেহি ।’ যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন,’আমাদের কাছে কোনো আবেদনই আসেনি । আইআরসিটিসি গ্রুপ জেনারেল ম্যানেজারের কাছে আবেদন জানিয়ে ছিল তৃণমূল । তারা আমাদের কাছে ট্রেন চায়। রেক না থাকায় দিতে পারিনি ।’
ট্রেন না পাওয়ার কারনে তৃণমূলের অসন্তোষের জবাবে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূলকে ট্রেন ভাড়া করে কেন দিল্লি যেতে হবে! ওদের তো অনেক টাকা। বাস ভাড়া করে যান না। ত্রিপুরায় তো লাক্সারি বাসে করে গেছিল। দিল্লিও বাসে করেই যাক ।’।
ছবি : ভিডিও থেকে স্ক্রীন শট নেওয়া ।