প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ মার্চ : দেওয়াল লিখনে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার পাল্টা তৃণমূলের ব্যানার ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ । তা নিয়ে ভোটের প্রাক্কালে রবিবার বর্ধমানের বাবুরবাগ এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়লো তৃণমূল ও বিজেপির কর্মীরা । সংঘর্ষে আহত হয়েছেন চারজন । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ভোটের মুখে এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা চরমে ওঠায় জারি রয়েছে পুলিশ টহল ।
বিজেপির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য খোকন সেনের অভিযোগ,’এদিন দুপুরে বর্ধমান শহরের বাবুরবাগ কালিতলা এলাকায় বিজেপির দেওয়াল লিখন চলছিল। সেইসময় শাসকদলের প্রাক্তন কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি কর্মীদের উপরে চড়াও হয়ে মারধোর শুরু করে দেয়। তাতে বিজেপির তিন কর্মীকে আহত হয় । তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয় । খোকন সেন বলেন, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখনের চলছিল । তা সত্ত্বেও প্রাক্তন কাউন্সিলর বসির আহমেদ তাঁর দলবল নিয়ে বিজেপি কর্মীদের
উপরে হামলা চালিয়েছে ।’
যদিও বিজেপির এই অভিযোগ অসত্য বলে জানিয়েছেন, তৃণমূল নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের নেতা বসির আহমেদ পাল্টা অভিযোগে বলেন, “শান্ত এলাকাকে উত্তপ্ত করতে এদিন বিজেপির বাহিনী লাঠিসোঁটা নিয়ে তৃণমূলের কর্মীদের মারধর শুরু করেদেয় । বিজেপির আক্রমণে তাঁদের একজন মহিলা তৃণমূল সমর্থক আহত হন।বিজেপি কর্মীরা তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুনও এদিন ছিঁড়ে দেওয়া শুরু করে । তৃণমূলের কর্মীরা বিজেপির হামালার প্রতিরোধ করেছে মাত্র ।’।