এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২৮ আগস্ট : আসানসোলে বিজেপি কর্মীদের নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে । আহত হয়েছেন বেশ কয়েকজন । ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বল্লভপুরের বাঁশতলা মোড় এলাকায় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি ছবি ও ভিডিও এক্স-এ শেয়ার করে লিখেছেন,’ভারতীয় জনতা পার্টির সদস্য দীপ্তরূপ মন্ডল, যুব মোর্চার সাধারণ সম্পাদক অভীক মন্ডল এবং অন্যান্য কর্মকর্তারা আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বল্লভপুরে টিএমসি গুন্ডা এবং মমতা পুলিশের নৃশংস হামলায় গুরুতর আহত হয়েছেন । শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও আন্দোলন কারীদের ওপর বর্বর বাহিনী চালানো হচ্ছে। পুলিশি বর্বরতা রাজ্যব্যাপী বনধের সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি ।’
জানা গেছে,আজ বল্লভপুরের বাঁশতলা মোড় এলাকায় বিক্ষোভ প্রদর্শন করছিলেন কয়েকজন বিজেপি কর্মী । সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোঁটা নিয়ে তাদের উপর চড়াও হয়ে বেদম মারধর করে বলে অভিযোগ । হামলায় মাথা ফেটে যায় কয়েকজনের । খবর পেয়ে পুলিশ গেলে বেপরোয়া দুষ্কৃতীরা পুলিশের উপরেও হামলা চালায় । কয়েকজন পুলিশকর্মীও আহত হয় বলে জানা গেছে । এরপর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।।