এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,০২ এপ্রিল : দলীয় প্রার্থীর সমর্থনে এলাকায় প্রচারে বেড়িয়েছিলেন বিজেপির বুথ সভাপতি । সেই অপরাধে তাঁকে ঘিরে ধরে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের আমডোব গ্রামে । আহত বিজেপি কর্মীর নাম বুদ্ধদেব ঘোষ । পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন ।পরে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে,আমডোবা গ্রামে বাড়ি পেশায় গোপালক বুদ্ধদেব ঘোষের ৷ তিনি লাখুড়িয়া অঞ্চলের ৫২ নম্বর বুথের বিজেপির সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে । বুদ্ধদেববাবু জানিয়েছেন, এদিন বিকেল নাগাদ মাঠ থেকে গোরু চড়িয়ে বাড়ি ফেরেন । তারপর সন্ধ্যা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন । তিনি বলেন, ‘আমার পাকা বাড়ি নির্মানের কাজ চলছে । তাই ইঁটের গাথনিতে জল দেওয়ার জন্য গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে প্লাস্টিকের পাইপ আনতে গিয়েছিলাম । ওই ব্যক্তির বাড়ি থেকে পাইপের বান্ডিলটা মাথায় চাপিয়ে যখন বাড়ি ফিরছিলাম সেই সময় মাঝ মাঠে তৃণমূলের বেশ কিছু লোকজন আমায় ঘিরে ধরে । তারা আমাকে এলোপাতাড়ি ঘুসি,লাথির পাশাপাশি লাঠি করে মারতে থাকে । আমি জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ওরা চলে যায়।’
মঙ্গলকোটের বিজেপি প্রার্থী রানা প্রতাপ গোস্বামীর অভিযোগ, বুদ্ধদেব ঘোষ দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত । মনোনয়নের দিন উনি আমার সঙ্গে কাটোয়া মহকুমা অফিসে গিয়েছিলেন ৷ তারপর আমার সমর্থনে এলাকায় প্রচার করছিলেন । সেই অপরাধে লাখুড়িয়া অঞ্চলের তৃণমূলের সভাপতি অসীম দাসের নেতৃত্বে ৭-৮ জনের দল বুদ্ধদেবকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে । বিষয়টি আমরা মঙ্গলকোট থানায় জানিয়েছি । আমাদের দাবি দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ ।’
অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনাটি ঘটেছে । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।।