এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ সেপ্টেম্বর : অবশেষে গ্রেপ্তার হল মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর শুট আউট কান্ডে অভিযুক্ত তৃণমূল কর্মী আলেফ শেখ(১৯) । ঘটনার পর মহারাষ্ট্রের পুণেতে গাঢাকা দিয়েছিল ওই যুবক । ট্রানজিট রিমান্ডে তাকে বৃহস্পতিবার রাতে মোথাবাড়ি থানায় নিয়ে আসা হয়। মালদা জেলা পুলিশ জানিয়েছে,’পঞ্চনন্দপুর ফায়ারিং মামলার সাথে যুক্ত এক সহ-অভিযুক্ত আলেফ শেখ (১৯ বছর), পিতা-রাজা শেখ, বাসিন্দা-আলাদিটোলা, পঞ্চনন্দপুর, থানা-মোথাবাড়ি, জেলা-মালদা, নামক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে । ৩০.০৮.২০২৫ তারিখে মোথাবাড়ি থানার একটি টিম মূল অভিযুক্ত নাসিরুদ্দিন আহমেদ ওরফে রাজ-কে মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেপ্তার করে। তাকে মালদায় আনা হয়, মাননীয় আদালতে পেশ করা হয় এবং পরবর্তী তদন্তের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে গত মাসের ১৮ তারিখে । মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় রাত সাড়ে আটটা নাগাদ গুলিবিদ্ধ হয় আব্দুল সাহিদ নামে এক পড়ুয়া । বুকের ডান পাশে লাগে তার । সে বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র । ওই ছাত্রকে গুলি করার অভিযোগ ওঠে পঞ্চানন্দপুর লাহারদিটোলার যুবক তৃণমূল কর্মী রাজ সেখের বিরুদ্ধে ।
ঘটনার পরেই চম্পট দের রাজ সেখ । তাকে ধরতে মোথাবাড়ি থানার পুলিশের একটি দল গঠন করা হয় । তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্রে পুলিশ জানতে পারে রাজ মহারাষ্ট্রের পুণেতে গা-ঢাকা দিয়েছে রাজ সেখ। এরপর মোথাবাড়ি থানার পুলিশের একটা দল পুণেতে হানা দেয়৷ শেষ পর্যন্ত স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় । বৃহস্পতিবার রাতে ট্রানজিট রিমান্ডে তাকে মোথাবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ ।।