এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ মার্চ : আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ ৷ ধৃতের নাম সাগর মীর (৪৫)। সে কাটোয়া থানার মুলটি গ্রামের বাসিন্দা ৷ ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে৷ আজ শনিবার ভোরে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে চারদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । এর আগে দিন তিনেক আগে একই গ্রামে আজিজুল শেখ ওরফে আজলু নামে আরও এক তৃণমূল কর্মীকে একটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছিল পুলিশ । একই গ্রাম থেকে একের পর আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
উল্লেখ্য, রাজ্যের অনান্য জায়গার মত কাটোয়ার মুলটি গ্রামে শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছে । এলাকা দখল ঘিরে ওই দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা ছিল। তাই গোপনে মুলটি গ্রামের উপর নজর রাখছিল পুলিশ । গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর আসে যে গোষ্ঠী দুটি আগ্নেয়াস্ত্র মজুত করে রাখছে । এরপর প্রথমে আজলুকে এবং আজ তার প্রতিপক্ষ গোষ্ঠীর সাগর মীর নামে এক দুষ্কৃতীকে পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ধরে ফেলে । কোথা থেকে ও কি উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।।