এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ এপ্রিল : ভোট পর্ব মিটতেই বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হরিবাটি গ্রামের এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে । হরিবাটি গ্রামের বাউরি পাড়ার বাসিন্দা বেশ কিছু মহিলা ও পুরুষ এনিয়ে উৎপল বাউড়ি নামে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে শনিবার ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোটের দিন ভাতারের হরিবাটি গ্রামে অশান্তির কোনও ঘটনা ঘটেনি । তবে গ্রামের বাউরি পাড়ায় পরিবার বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপা উত্তেজনা ছিল । কারন ভোটের কিছু দিন আগে বাউরি পাড়ার বেশ কিছু পরিবার বিজেপিতে যোগদান করেছিল । আর সেই কারনেই ওই সমস্ত পরিবারগুলিকে শাসক দলের রোষানলে পড়তে হয় বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের ।
হরিবাটি গ্রামের বাউরি পাড়ার বাসিন্দা বিজেপিতে যোগদানকারী লক্ষ্মী বাউরিরা,অলোক বাউরিরা বলেন, ‘আমরা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের লোকজন নানা ভাবে আমাদের হেনস্তা করার চেষ্টা করছিল । শুক্রবার রাতে উৎপল বাউরি নামে এক তৃণমূল কর্মী আমাদের কয়েকজনের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । বাড়ির আ্যসবেসটসের চাল ভেঙে দেয় । আমাদের হুমকিও দেয় । তাই বাধ্য হয়ে এদিন পুলিশের দ্বারস্থ হয়েছি ।’
এদিন হরিবাটি গ্রামের বাউরি পাড়ার বাসিন্দা
বেশ কয়েকজন মহিলা ও পুরুষ ভাতার থানার এসে উৎপল বাউরি নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ লিখিত দায়ের করে । এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই যুবক বেপাত্তা হয়ে গেছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা । অন্যদিকে বনপাশ অঞ্চল তৃণমুল সভাপতি আহমেদ আলি অভিযোগ প্রসঙ্গে জানিয়েছেন,এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই ।