এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ এপ্রিল : পুরনো মামলা না তোলায় প্রতিবেশীকে বেদম মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নবাবনগর গ্রামে । এই ঘটনায় সানু সরকার নামে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহৃত অরুনজ্যোতি বালার স্ত্রী উর্বশীদেবী । এদিকে ঘটনাকে ঘিরে বিজেপি-তৃণমূল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে । স্থানীয় বিজেপি নেতা ধনঞ্জয় মণ্ডলের অভিযোগ, ‘অরুনজ্যোতি বালা দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত । তাই রাজনৈতিক প্রতিহিংসা বশত তাঁর উপর হামলা চালিয়েছে ওই তৃণমূল কর্মী ।’ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এরুয়ার অঞ্চল নেতা ঝুলন অধিকারীর দাবি, ‘এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ।’ব্যক্তিগত ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন ৷
যদিও প্রহৃত অরুনজ্যোতি বালার কথায়,’আমি দীর্ঘদিন ধরে বিজেপি পার্টি করে আসছি । বিধানসভা ভোটের ফলঘোষণার পর রাজনৈতিক অস্থিরতার কারনে আমায় দীর্ঘদিন ঘরছাড়া থাকতে হয়েছিল । মাস পাঁচেক আগে প্রশাসনের আশ্বাসে বাড়ি ফিরেছিলাম । কিন্তু বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই সানু সরকার দলবল নিয়ে আমার বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুর করেছিল । তাই বাধ্য হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছিলাম । আর তা তোলার জন্যই এদিন তাঁকে ব্যাপক মারধর করেছে সানু ।
জানা গেছে,এদিন নববর্ষ উপলক্ষ্যে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে নবাবনগর বাসস্ট্যান্ডে গিয়েছিলেন অরুনজ্যোতি বালা । সেই সময় সানু সরকার তাঁকে বাসস্ট্যান্ডের যাত্রী প্রতিক্ষালয়ে ঢুকিয়ে লাঠি দিয়ে বেদম পেটায় বলে অভিযোগ । পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনে । কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।।