এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জুলাই : ২১ জুলাইয়ের সভায় না যাওয়ার অপরাধে ৩৭ নম্বর রুটের ৫০ জন বাস কর্মীদের সাসপেন্ডের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত ৩৭ ও ৩৭-এ বাস ওয়ার্কার ইউনিয়নের বিরুদ্ধে । যার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকুরিয়া- হাওড়া ৩৭ নম্বর রুটের সমস্ত বাস বন্ধ করে দেওয়া হয় ৷ মালিকদের একাংশ এই প্রতিবাদে সামিল হন ।
প্রতিবাদী বাস মালিক রঞ্জিত সরকারের অভিযোগ, ‘প্রতিবার ২১ জুলাইয়ের সভার জন্য বাস নেয়, কিন্তু কোনও বার বাসের ভাড়া দেয়না । এবারে কাউন্সিলর বলেছিলেন ৫ টা বাস দিতে হবে । ৫ টা বাস দিয়েছিলাম । অনেক স্টাফ আসেনি, সেই কারণে আজ ৫০ জন স্টাফকে বসিয়ে দেয় ।’ তিনি জানিয়েছেন, ১ মাস পর্যন্ত বাস চালানো যাবে না।
কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । তিনি আবার তৃণমূল পরিচালিত বাস কর্মী ইউনিয়নের সভাপতিও । যদিও ওই তৃণমূল কাউন্সিলরের দাবি,সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । দু’তিনটে বাসের মালিক বিজেপি মানসিকতার। কালকে ২১ জুলাইয়ের সভায় এত লোক দেখে, তাঁদের একটা ঈর্ষার কারণ হয়েছে।’।

