এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২১ এপ্রিল : বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত দুর্গাপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপির এনটিএস-৩ মন্ডল কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আজ রবিবার দুপুর দেড়টা নাগাদ খড়ের ছাউনি দেওয়া ওই কার্যালয় দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে বিজেপি নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন । খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । এরপর দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ।
বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিত দত্তর অভিযোগ,’২০২১ সালের নির্বাচনের পরে যেভাবে আমাদের ২৬ নম্বর কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ২৭ নম্বরের এই কার্যালয়েও আগুন লাগানো হয়েছিল । লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের দুষ্কৃতীবাহিনী ফের এই একই কান্ড ঘটালো । বিভিন্ন ওয়ার্ডে একের পর এক ঘটনা ঘটাচ্ছে তৃণমূল । গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডে আমাদের দলের পতাকা ফেস্টুন ছিঁড়ে নালায় ফেলে দেওয়া হয়েছে । আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হলেও কোনও সুফল মিলছে না, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে ।’
তিনি বলেন,’২৬ নম্বর কার্যালয়ে যে আগুন লাগানো হয়েছে সেটা শুধু কার্যালয় নয় বিজেপির কর্মীদের বুকে আগুন লাগানো হয়েছে এর প্রতিফলন ভোটে পড়বে । ২০১৯ সালে এই এলাকায় ৭৫ হাজারের বেশি ভোটে লিড দিয়েছিল বিজেপি প্রার্থীকে । এবারে দিলীপ ঘোষকে দেড় লাখের অধিক ভোটে লিভ দেবে এবং বিজেপির হাত শক্ত করবে সাধারণ মানুষ ।’ যদিও বিজেপির কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব ।।