এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৭ আগস্ট : যে কোচবিহারে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই কোচবিহারেই তৃণমূলের বর্বরতার শিকার হলেন এক বিজেপি নেত্রীর পরিবারের বাড়ির ৮ মাসের গর্ভবতী এক মহিলা । স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মদনমোহন বর্মণের নেতৃত্বে একদল দুষ্কৃতী এই হামলা চালায় বলে অভিযোগ । অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পেট ধরে যন্ত্রণায় কাতরানো ওই অন্তঃসত্ত্বা মহিলার ভিডিও এক্স-এ শেয়ার করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার । তিনি এই প্রকার নৃশংস বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন ।
সুকান্ত মজুমদার লিখেছেন,’তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে থাকা এবং খাওয়ানো বর্বর গুন্ডারা কত বর্বরতার সাথে লড়াই করেছে তা প্রত্যক্ষ করুন! কোচবিহারের দিনহাটা নির্বাচনী এলাকা, শালমারা এলাকায় – বিজেপির আদর্শে বিশ্বাসী এবং সক্রিয়ভাবে দলকে সমর্থন করার জন্য ৮ মাসের গর্ভবতী হিন্দু মহিলাকে পেটে নির্মমভাবে লাথি মেরে হত্যা করা হয়েছে। এ কেমন আইনহীন, অন্ধকার শাসনব্যবস্থা? কোন শাসনব্যবস্থা এমন দানবীয় আচরণের অনুমতি দেয়? বাংলার জনগণের নিরাপত্তা এবং মর্যাদার জন্য কে জবাবদিহি করে? ক্ষোভ প্রকাশ করার জন্য কোনও ভাষা অবশিষ্ট নেই। আর মুখ্যমন্ত্রী – একজন মহিলা নিজেই – নীরব, এমনকি তাঁর তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নারীরা নির্যাতিত হচ্ছেন। লজ্জাজনক।’
https://twitter.com/DrSukantaBJP/status/1953470043792331231?t=bmq_UC4FV2D27rR-u9dXlg&s=19
জানা গেছে,আজ বৃহস্পতিবার দিনহাটার নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মণ,বিজেপি ৬ নম্বর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মণ, বিজেপি কর্মী জিতেন্দ্র নাথ বর্মণ এবং বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তরনী কান্ত বর্মণের বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । সেই সময় দুষ্কৃতীরা ৮ মাসের গর্ভবতী ওই বধূর পেটে লাথি মারে বলে অভিযোগ । যুথিকা বর্মণের অভিযোগ, তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মদনমোহন বর্মণের নেতৃত্বে একদল দুষ্কৃতীদল এই হামলা চালায় । মারধরের পাশাপাশি ব্যাপক লুটপাট করে দুষ্কৃতীদল। যদিও অভিযোগ প্রসঙ্গে অদ্ভুত দাবি করেছেন মদনমোহন বর্মণ । তার কথায় হামলার সময় নাকি এলাকায় তৃণমূলের একটা লোকও ছিল না ।
উল্লেখ্য, সম্ভাব্য হামলার আশঙ্কায় মাস দুয়েক আগে কলকাতা হাইকোর্ট নাজিরহাটের গ্রাম পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছল । কিন্তু সেই নিরাপত্তার মধ্যেই আজকের এই হামলা পুলিশের ভুমিকা ফের একবার প্রশ্নচিহ্নের মুখে তুলে দিল ।।