এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১৯ এপ্রিল : দলীয় প্রার্থীর সমর্থনে টোটোয় চড়ে প্রচার করছিলেন কয়েকজন বিজেপি কর্মী । সেই সময় তাঁদের উপর চড়াও হয়ে বেদম মারধরের অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে । সোমবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মেদগাছি এলাকায় । হামলার জেরে ৫ বিজেপি কর্মী জখম হয়েছে বলে খবর । তাঁদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । যদিও এই ঘটনায় এদিন সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ করা হয়নি বলে জানা গেছে ।
জানা গেছে, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী রাজীব ভৌমিকের সমর্থনে এইদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ মেদগাছি এলাকায় টোটোয় চেপে প্রচার করছিলেন বিজেপির কর্মীরা । সেই সময় তৃণমূলের বেশ কিছু লোকজন তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ ।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অমিত সিংহ রায় বলেন,‘এদিন ছিল শেষ দিনের প্রচার ৷ তাই আমরা একটা টোটোয় চেপে এলাকায় ভোটের প্রচারে বেড়িয়েছিলাম । কিন্তু তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা রড ও লাঠিসোটা নিয়ে আচমকা আমাদের উপর চড়াও হয় । তারা আমাদের পাঁচ-ছয়জনকে ব্যাপক মারধর করে ।’
জানা গেছে, এই ঘটনায় ৫ বিজেপি কর্মী গুরুতর আহত হয় । পরে খবর পেয়ে দলের লোকজন এসে তাঁদের উদ্ধার করে কালনা হাসপাতালে ভর্তি করে । পরে প্রচার সেরে সন্ধ্যার দিকে আহত দলীয় কর্মীদের খোঁজখবর নিতে হাসপাতালে যান বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক । তিনি বলেন,‘ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেই এই হামলা চালিয়েছে তৃণমূল।এর জবাব মানুষ দেবে ।আমরা থানায় অভিযোগ জানাবো।’ যদিও অন্যদিকে তৃণমূল নেতা শান্তি চালের দাবি,বদনাম করার উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে । এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই ।।