এইদিন ওয়েবডেস্ক,হুগলি,০৭ এপ্রিল : হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যায় । নিজের নির্বাচনী ক্ষেত্র হুগলি জেলার বাঁশবেড়িয়ায় একটি কালী মন্দিরে পূজো দিতে যাওয়ার পথে এই হামলা হয় বলে জানা গেছে । লকেট চট্টোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন,’শিল্পী চ্যাটার্জির নেতৃত্বে টিএমসির গুণ্ডারা বাঁশবেড়িয়ায় কালী পুজো দিতে যাওয়ার পথে নির্লজ্জভাবে আমার গাড়িতে হামলা চালায়। তাদের সাহসিকতা হুগলিতে তৃণমূলের মাফিয়াদের আধিপত্যকে প্রকাশ করে। আজ তাদের গুণ্ডারা সাহস করে আমার তীর্থযাত্রায় মায়ের পূজায় বাধা দিয়েছে । প্রার্থীর নিরাপত্তার ভয়ঙ্কর অভাব রয়েছে, ভোটারদের ভয় দেখানোর স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে । হুগলিতে সুষ্ঠু নির্বাচনের দাবি রাখছি – প্রতিটি গুণ্ডাকে এখন কারাগারের আড়ালে রাখা উচিত নির্বাচন কমিশনের !’
হুগলির বিজেপি প্রার্থী হামলার ভিডিও শেয়ার করেছেন । ভিডিওতে কয়েকজন হামলাকারীকে লকেট চ্যাটার্জির গাড়ির বনেট চাপড়ে উত্তেজিতভাবে কিছু বলতে শোনা গেছে । শেষে প্রার্থীর এক নিরাপত্তা রক্ষীকে তাদের সরিয়ে দিতে দেখা যায় । একই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য । তিনি ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আজ রাতে, স্থানীয় কাউন্সিলর শিল্পী চ্যাটার্জির নেতৃত্বে টিএমসি গুণ্ডারা, বিজেপি সাংসদ এবং হুগলির প্রার্থী লকেট চ্যাটার্জির গাড়িতে হামলা চালায়, যখন তিনি বাঁশবেড়িয়ায় কালী পূজা দিয়ে ফিরছিলেন।শিল্পী এবং তার গুন্ডাদের দল এটি করার সাহস করতে পারে কারণ তারা জানে যে মমতা ব্যানার্জির পুলিশ নীরব দর্শক হয়ে থাকবে। এটিই প্রমান করে যে টিএমসি আবার হুগলি হারাতে চলেছে।’
সংবাদ সংস্থা এনআই-এর সাথে কথা বলার সময় লকেট চ্যাটার্জি হামলার প্রসঙ্গে বলেন,প্রতিদিনের মতো গত ৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী প্রচারণা শেষ করে আদ্যাশক্তি গ্রাম হয়ে বাঁশবেড়িয়ার দিকে আমি যাচ্ছিলাম । সেখানে আমি কালীতলা নামক স্থান থেকে কালী পূজার জন্য যাই ৷ যখন আমি পূজা করতে এবং দলীয় কর্মীদের সাথে দেখা করতে গাড়ি থেকে বের হতে যাচ্ছিলাম, তখন জনতা আমায় ঘিরে ফেলে। কালো পতাকা হাতে লোকজন ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছিল।
তিনি জানান, ‘জনতা’ তার গাড়িকে চারদিক থেকে ঘিরে রাখে । যখন তার নিরাপত্তা কর্মীরা ‘জনতা’কে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিলেন এবং তিনি নিজেই ঘটনার ভিডিও তৈরি করছিলেন ৷ সেই সময় একজন ব্যক্তি তাকে দুবার আক্রমণ করে। ওই ব্যক্তি তার গাড়িতে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু তার গাড়ির চালক তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেয়।
লকেট চ্যাটার্জী বলেছেন যে জনতা সহিংসতার দিকে ঝুঁকেছিল। তাকে গুরুতর আহত করতে চেয়েছিলেন। পুলিশ তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তারা ওই ‘জনতা’র সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ব্যর্থ হয়। তৃণমূল কংগ্রেস নেত্রী শিল্পী চট্টোপাধ্যায় এবং একই দলের ওয়ার্ড কাউন্সিলর রঞ্জিতকে এই ‘হিংস্র জনতার’ সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে অভিযোগ তার ।।