এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,২৪ ডিসেম্বর : শ্রমিকদের ছাঁটাই করে জেসিবি মেশিন দিয়ে বালিঘাট থেকে বালি তোলাচ্ছেন আউশগ্রাম-২ ব্লক এলাকায় অজয়নদের বালিঘাটগুলির ইজারাদারেরা । এদিকে কাজ হারিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটছে ছাঁটাই হওয়া আদিবাসী সম্প্রদায়ের শতাধিক শ্রমিকদের । ফের যাতে কাজে ফেরানোর হয় তার জন্য ইজারাদারদের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁরা । কিন্তু মন গলেনি ইজারাদারদের ৷ স্থানীয় প্রশাসনেরও দ্বারস্থ হয়েছিলেন কর্মহীন শ্রমিকরা । তাতেও কোনও বিহিত হয়নি । শেষে তাঁরা বাধ্য হয়ে আন্দোলনের পথকে বেছে নিলেন । পূর্ব বর্ধমান আদিবাসী গাঁওতার পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মোড়বাঁধে পথ অবরোধ করা হয় । বিকেল পর্যন্ত চলে অবরোধ ।
আদিবাসীদের অবরোধের জেরে গুসকরা-ইলামবাজার, মোড়বাঁধ-ভেদিয়া ও মোড়বাঁধ-ইলামবাজার এই তিনটি রোডে যানচলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে
পুলিশ গিয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ করে । কিন্তু আন্দোলনকারীদের রাজি করানো যায়নি । তারপর বিকেল নাগাদ আসেন আউশগ্রাম-২ বিএলআরও ইন্দ্রাণী সরকার। তিনি বলেন, ” এলাকার মানুষদের অভিযোগের কথা শুনেছি। সমগ্র বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো।তারা যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আউশগ্রাম-২ ব্লকের মোড়বাঁধ থেকে ভেদিয়া পর্যন্ত একাধিক বালিঘাট রয়েছে । ওই বালিঘাটগুলিতে বালি তোলার কাজ করতেন শ্রীচন্দ্রপুর, ছোড়া,মোড়বাঁধসহ একাধিক গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মহিলা ও পুরুষরা । আন্দলনকারীরা জানিয়েছেন লকডাউনের শুরু থেকেই তারা অনেকেই কাজ হারিয়েছেন । তারপর থেকে জেসিবি মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে । তাই তাঁদের আর কাজে নেওয়া হয়নি ।
আন্দোলনকারীদের নেতা লেবু হেমব্রমের বলেন, ‘এনিয়ে একাধিকবার প্রশাসনের কাছে জানিয়েছি । কাজে ফেরানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল ইজারাদারদেরও । কিন্তু কোনও কিছুতেই কাজ হয়নি । শেষে বাধ্য হয়ে আমাদের রাস্তা অবরোধের পথকে বেছে নিতে হয়েছে ।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ৩-৪ টি গ্রামের শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ মোড়বাঁধে এসে জড়ো হন।তাদের সঙ্গে আন্দোলনে সামিল হন তপসিলি জাতি সম্প্রদায়ের বেশকিছু মানুষও। রাস্তার ওপর বাইক, মোটরভ্যান লাগিয়ে চলে অবরোধ। আন্দোলনকারীদের দাবি, বালিঘাটগুলিতে বেআইনিভাবে মেশিন ব্যবহার বন্ধ করতে হবে।পাশাপাশি অবিলম্বে স্থানীয় এলাকার শ্রমিকদের কাজ দিতে হবে । এদিন বিকেল পর্যন্ত অবরোধ চলে । খবর পেয়ে পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে । এদিন বিকেল পর্যন্ত অবরোধ চলে ।।