এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১১ জুলাই : রহস্যজনকভাবে মারা গেলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক আদিবাসী বধূ । কাকলি সোরেন(২২) নামে ওই বধূর দেহটি আজ সকালে ভাতার গ্রামীন হাসপাতাল থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ । ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ৷ তবে মৃত্যুর কারন নিয়ে এখনো ধোঁয়াশায় পরিবার পরিজন ।
জানা গেছে,মাস ছয়েক আগে মতিলাল সোরেনের সঙ্গে বিয়ে হয় কাকলির ৷ স্বামী-স্ত্রী দু’জনেই খেতমজুরের কাজ করতেন । এরুয়ার গ্রামের কিছুটা পাশে মাঠের মাঝে মাটির চালা ঘরে তাদের বসবাস । পরিবারের সদস্যরা জানিয়েছেন,বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর দম্পতি ঘুমিয়ে পড়েন । গভীর রাতের দিকে হঠাৎ গুরুতর অসুস্থ অনুভূত করেন কাকলি ৷ তার বুকের ব্যাথা ও বমির উপসর্গ দেখা দেয় । পরে মতিলালের কাছে বিষয়টি জানতে পেরে আত্মীয়রা ছুটে আসে । কিন্তু বধূকে ভাতার হাসপাতালে আনার জন্য গাড়ি খুঁজতে গিয়ে অনেক বিলম্ব হয়ে যায় বলেন তারা । শেষ পর্যন্ত রাত্রি প্রায় ১টা নাগাদ বধূকে ভাতার হাসপাতালে কোনো রকমভাবে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । তবে সাপের কামড়ে নাকি অন্য কোনো কারনে বধূর মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দ্বে রয়েছে মৃতার পরিবার৷ তারা জানিয়েছেন মৃতার স্বামীও গুরুতর অসুস্থ এবং তিনি বাড়িতেই শয্যাশায়ী আছেন ।।

