এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,০৫ জানুয়ারী : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির খাগড়াবাড়ি এলাকার একটি চা বাগানের ভেতর থেকে আজ সোমবার সকালে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,মৃতরা হলেন প্রভাত অধিকারী ও প্রতিমা রায় । তারা দু’জনেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকার বাসিন্দা । প্রতিমা রায় বিবাহিতা । অবিবাহিত যুবক প্রভাতের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি । সেই সম্পর্কের জেরেই এই মর্মান্তিক পরিনতি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে,শ্বশুরবাড়ির প্রতিবেশী যুবক প্রভাত অধিকারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ প্রতিমা রায় ৷ মাস কয়েক আগে প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে আসেন যুবক । কিন্তু গৃহবধূর শ্বশুরবাড়ির চাপে তিনি ফিরে যেতে বাধ্য হন।এরপর মাসখানেক আগে দু’জনে বাড়ি ছেড়ে পালিয়ে যান। গতকাল তাঁরা এলাকায় ফিরে আসেন । তবে তারা নিজের বাড়িতে যাননি । আজ সকালে ময়নাগুড়ির খাগড়াবাড়ি এলাকার একটি চা বাগানের শ্রমিকরা কাজে গেলে তাদের দু’জনকে একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায় । প্রেমের সম্পর্ক পরিনতি পাবেনা ভেবেই ওই যুগল আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ ।।

