আমিরুল ইসলাম,ভাতার,১৪ মার্চ : ভালো কাজের টোপ দিয়ে নিয়ে গিয়ে মেয়েকে ভিনরাজ্যে পাচার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন এক আদিবাসী কিশোরীর বাবা । ঘটনার প্রায় মাস দুয়েক পর ওই কিশোরীকে বিহার থেকে উদ্ধার করে আনল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । রবিবার কিশোরীকে আদালতে পাঠানো হয় ।
জানা গেছে, বছর চোদ্দোর ওই কিশোরীর বাড়ি ভাতার থানার শিলাকোট গ্রামে । তার বাবা-মা জনমজুরির কাজ করেন । অভাবের সংসার । কিশোরীকে সেলাইয়ের কাজ শিখিয়ে ভালো আয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে নিয়ে গিয়েছিল আউশগ্রাম এলাকার এক মহিলা । পরে কিশোরীর বাবা-মার সন্দেহ হওয়ায় বিষয়টি লিখিতভাবে ভাতার থানায় জানান । অভিযোগ পাওয়ার পর কিশোরীর সন্ধান শুরু করে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর, সম্প্রতি পুলিশ জানতে পারে ওই কিশোরীকে বিহারে রাখা হয়েছে । সেখানে তাকে চটুল গানের সঙ্গে নাচের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । এরপর বিহার পুলিশের সহায়তায় ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে ভাতার থানার পুলিশ ।।