এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ মে : ফের মালদায় হিন্দুদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন । তবে ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এইদিন । ভিডিওতে দেদার পাথরবাজি করতে দেখা গেছে কিছু লোকজনদের । শুভেন্দু অধিকারী লিখেছেন,আবারো রাতের অন্ধকারে মালদা জেলার রতুয়া তে জেহাদীদের দ্বারা আক্রান্ত হলেন সনাতনীরা। মন্দির বানানোর ‘অপরাধে’ চললো ইট বৃষ্টি। নির্বিচারে মুড়ি মুড়কির মতো পড়লো ইট। যথারীতি আক্রমণ চলাকালীন পুলিশের দেখা মেলেনি, মিলবেই বা কি করে, তখন এসে পড়লে যাদের ধরতে হতো তারা তো আবার মাননীয়ার স্নেহধন্য।
আমি এই জেহাদীদের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কর্তা ব্যক্তিদের মনে করিয়ে দিতে চাই, মহামান্য কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী শুধু মাত্র মুর্শিদাবাদের ধুলিয়ান বা সামসেরগঞ্জে মোতায়েন করার নির্দেশ করেননি, পশ্চিমবঙ্গের যেখানে প্রয়োজন সেখানে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত, আপাততঃ এই নির্দেশ ৩১ শে জুলাই অব্দি লাগু হলেও, মেয়াদ বৃদ্ধির সমুহ সম্ভাবনা রয়েছে, এবং প্রয়োজন পড়লে তা বাড়ানো যেতে পারে ও ভবিষ্যতে উত্তপ্ত এলাকায় স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রেখে দেওয়া নিয়েও আলোচনা চলছে। তাই পুলিশ প্রশাসন তৎপর হয়ে এই ঘৃণ্য ঘটনা গুলো আটকান ও দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করুন, নইলে আপনাদের এই সকল পদক্ষেপ গ্রহণ করার অধিকার না চলে যায় কোনো দিন।’
তিনি “মমতা ভাগাও হিন্দু বাঁচাও” হ্যাশট্যাগ ব্যবহার করেছেন । একজন ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, একটি দূর্গা মন্দির তৈরি করাকে কেন্দ্র করে এই বিবাদের সূত্রপাত বলে জানা গেছে ।’।

