দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),৩০ অক্টোবর : নম্বরপ্লেট বিহীন বাইক আটকে চালককে জিজ্ঞাসাবাদ করতেই বাইক চুরির বড়সড় চক্রের হদিশ পেলো পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পুলিশ । ওই ঘটনায় গ্রেফতার হয়েছে চক্রের ৩ পান্ডা । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আব্বাসউদ্দিন মণ্ডল, প্রতীক কর্মকার এবং রবি বাউড়ি। আব্বাসউদ্দিন ও প্রতীকের বাড়ি আউশগ্রামের ভাল্কি গ্রামে। রবি বাউড়ি ভাল্কি আউশগ্রামের শ্যামপুর গ্রামের বাসিন্দা । ধৃত ৩ জনের বাড়ি থেকে মোট ১২ টি চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ । ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তুলে আব্বাসউদ্দিন ও প্রতীককে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার রাত্রি প্রায় পৌনে বারোটা নাগাদ একটি নম্বর প্লেটবিহীন বাইকে চড়ে আউশগ্রামের অভিরামপুরে ক্যানেলপাড়ের রাস্তা ধরে যাচ্ছিল আব্বাসউদ্দিন মণ্ডল । তখন অভিরামপুরের কাছেই ছিল পুলিশের টহলদারি ভ্যানটি । পুলিশ তাকে আটকে বাইকের কাগজপত্র দেখতে চায় । কিন্তু কোনো কাগজপত্রই দেখাতে পারেনি সে । এরপর পুলিশ চেপে ধরতেই আব্বাসউদ্দিন স্বীকার করে যে বাইকটি চোরাই । তাকে জেরা করে পুলিশ প্রতীক কর্মকার এবং রবি বাউড়ির নাম জানতে পারে । এরপর তিনজনের বাড়িতে অভিযান চালিয়ে ১২ টি চোরাই বাইক উদ্ধার হয় । গ্রেফতার করা হয় তিনজনকে। এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের ডিএসপি (ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক ।।