এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ জুন : তিন যাত্রীকে নিয়ে স্বাভাবিক গতিতে যাচ্ছিল একটি টোটো । সেই সময় একটি চাকা খুলে বেড়িয়ে যায় । টোটোটি উলটে পড়ার উপক্রম হলে চালক কোনও ক্রমে সামলে ফেলেন । ফলে অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়ে যান টোটোর যাত্রীরা । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ভাতারের কালুত্তক গ্রামের কাছে বাদশাহী সড়কপথে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন কালুত্তক গ্রাম থেকে তিনজন যাত্রীকে নিয়ে মুরাতিপুরের দিকে যাচ্ছিল ওই টোটোটি । বাদশাহী রোড ধরে যাওয়ার সময় আচমকা টোটোর পিছনে বাঁদিকের চাকাটি খুলে বেড়িয়ে যায় । চালক সঙ্গে সঙ্গে ব্রেক কষেন । তখন টোটোটি রাস্তার ফুটপাতে গিয়ে কাত হয়ে যায় । কিন্তু উল্টে পড়ার আগেই সামলে ফেলেন চালক । ফলে সুরক্ষিত থাকেন যাত্রীরা । টোটোটি স্বাভাবিক গতিতে যাওয়ায় ও ঘটনার সময় বাদশাহী রোডে কোনও ভারী যানবাহন চলাচল না করার কারনেই বড়সড় দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা ।।