দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুন : সাম্প্রতিক সময়ে লাগাম ছাড়া বিদ্যুতের বিল আসছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে । বিগত তিন মাসের বিল এসেছে প্রায় ৮৪ লক্ষ টাকা । এত পরিমান বিদ্যুতের বিল দেখে অতান্তরে পড়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ । কিন্তু হঠাৎ করে এই বিপুল পরিমান বিল আসার রহস্যভেদ কিছুতেই হচ্ছিল না । শেষে কড়া নজরদারি শুরু করতেই ধরা পড়ে কারন । বৃহস্পতিবার কর্তৃপক্ষের নজরে পড়ে হাসপাতালের কিচেন রুম থেকে বিদ্যুৎ চুরি করে চার্জ দেওয়া হচ্ছে একটি ব্যক্তিগত টোটোর ব্যাটারিতে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাটোয়া থানায় । শেষে পুলিশ এসে টোটোটিকে আটক করে । ঘটনার কথা চাওড় হতেই শোড়গোল পড়ে যায় এলাকায় ।
ঘটনা প্রসঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সৌভিক আলম বলেন,’সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছিলাম হাসপাতালে অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল আসছে । কিছুতেই কারন বুঝতে পারছিলাম না । শেষে এদিন হাসপাতালের এক কর্মী এসে জানান হাসপাতালের কিচেন রুম থেকে বিদ্যুৎ চুরি করে একটি ব্যক্তিগত টোটোর ব্যাটারিতে চার্জ দেওয়া হচ্ছে । সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় ।’
জানা গেছে,যে টোটোটি পুলিশ আটক করেছে সেটি কাটোয়া হাসপাতালে খাবার সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের । হাসপাতালের বিদ্যুৎ চুরি করে নিজের টোটোয় চার্জ দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ওই টোটোটি করে হাসপাতালে রোগীদের খাবার সরবরাহের কাজে ব্যবহার করা হয় । তাই হাসপাতালের বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছিল ।’।