এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৬ মে : লকডাউনের বিধি ভেঙে একটি টোটোয় যাত্রী নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু ট্রাফিক পুলিশের নজরে পড়তেই টোটোটির পিছু ধাওয়া করে । আর পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উলটে পড়ল টোটোটি । তার জেরে জখম হল টোটোর ২ মহিলা যাত্রী । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি এলাকায় । পুলিশ আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । টোটো ও টোটোর চালককে আটক করেছে পুলিশ ।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন । দোকানপাট থেকে যানবাহন সব কিছুর উপরেই জারি রয়েছে বেশ কিছু বিধিনিষেধ । জানা গেছে,এদিন সকাল দশটা থেকে শহর এলাকায় কড়া নজরদারি চালাচ্ছিল ইংরেজবাজার থানার পুলিশ । আটকানো হচ্ছিল যানবাহন । কিন্তু তারই মধ্যে এদিন দুপুর বারোটা নাগাদ একটি টোটোয় দুই মহিলা যাত্রীকে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল । ট্রাফিক পুলিশের নজরে পড়তেই টোটোটিকে ধাওয়া করে । এরপর পুলিশের তাড়া খেয়ে চালক বেপরোয়া গতিতে টোটো চালিয়ে পালাবার চেষ্টা করে । কিন্তু রথবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে আসতেই টোটোটি নিয়ন্ত্রন হারিয়ে উলটে যায় । আহত হয় টোটোর দুই মহিলা যাত্রী । পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ।।