দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ জুন : ভোট পরবর্তী হিংসা মামলায় পূর্ব বর্ধমান জেলার একের পর এক শাসকদলের নেতাকে ডেকে পাঠাচ্ছে সিবিআই । নির্দিষ্ট দিনে দুর্গাপুরের এনআইটি গেষ্ট হাউসে তাঁদের আসার জন্য বলা হচ্ছে । এবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে কেতুগ্রামের সীতাহাটি পঞ্চায়েতের নৈহাটি গ্রামের বাসিন্দা বছর বিয়াল্লিশের অজয় দাসকে । আগামী ১৬ জুন সকাল ১০ টার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে ।
এদিকে তাঁকে সিবিআইয়ের নোটিশের কথা চাওড় হতে পরিচিত মহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে । কারন অজয়বাবু কোনো রাজনৈতিক দলের নেতা নন । নন অপরাধ জগতের কোনো ডন অথবা কোনো প্রশাসনিক আধিকারিক । নিত্যান্ত ছাপোষা মানুষ । টোটো চালিয়ে নিজের ও একমাত্র মেয়ের ভরনপোষণ চালান । এহেন এক ব্যক্তিকে সিবিআই ডেকে পাঠানোর কারন নিয়ে ধন্দ্বে গ্রামবাসী । ভয় ঢুকে গেছে অজয়বাবুর মধ্যেও । তবে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের র্যাডারে আসার কারন প্রসঙ্গে অজয়বাবু যা জানিয়েছেন তাতে বহু মানুষ কার্যত ‘থ’ বনে গেছেন ।
অজয়বাবু বলেন,’আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক। দায়ে বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি । মানুষের উপকারের জন্য নেতাদের ফোন করতে হয়।অনুব্রত মণ্ডল, রাণা সিংহ থেকে শুরু করে তৃণমূলের রাজ্যস্তরের নেতা নির্মল মাজি, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের আপ্তসহায়ককে ফোন করতে হয়েছে । আর সেই কারনেই হয়তো নেতাদের ফোন করার জন্যই আমাকে ডেকে পাঠানো হয়েছে ।’
জানা গেছে,অজয় দাসের বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা স্বপন দাস । স্ত্রী চন্দনাদেবী ২০১৩ সালে আগে মারা গিয়েছেন। এক মেয়ে কৃষ্ণা অষ্টম শ্রেণির ছাত্রী। মেয়ে তার মামাবাড়িতে থাকে। মেয়ের জন্য মাসে মাসে খরচ পাঠাতে হয় । বৃদ্ধ বাবা আর নিজের অন্ন সংস্থানের পাশাপাশি মেয়ের খরচ খরচা সহ টোটোর উপার্জন থেকেই হয় ।
অজয়বাবু বলেন, ‘একদিন টোটো বন্ধ থাকলেই ভাঁড়ারে টান পরে যায় । কিন্তু সিবিআই বলে কথা,যেতে তো হবেই । একদিন টোটো বন্ধ থাকবে, কি আর করা যাবে । তবে সিবিআই যদি বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করত তাহলে খুব উপকৃত হতাম ।’ অজয়বাবু জানান,প্রথমে তাঁর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল সিবিআই । কিন্তু তিনি রিড না করায় ফোন করে মেসেজ পড়ার জন্য বলা হয়েছিল । ইংরেজিতে লেখা নোটিশের মর্মার্থ বুঝতে না পারায় এক প্রতিবেশীর কাছে ছুটেছিলেন তিনি । তখন ওই প্রতিবেশী জানায় সিবিআই জেরার জন্য তাঁকে তলব করেছে । প্রসঙ্গত,একই মামলায় জেরার জন্য বুধবার গুসকরার তৃণমূল নেত্রী মল্লিকা চোংদারকে নোটিশ করেছে সিবিআই । সিবিআইয়ের তরফ থেকে নেত্রীর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে নোটিশটি ।।