এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ আগস্ট : রাতে বাড়ি ফেরার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মালদার কালিয়াচকের এক টোটো চালকের মৃত্যু হয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ কালিয়াচক থানার নওদা যদুপুর পুরাতন অঞ্চল অফিস সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে । ডাম্পারের ধাক্কায় তালগোল পাকিয়ে যায় টোটোটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকের । পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাসিম সেখ(৩২)। তার বাড়ি যদুপুর নয়াগ্রাম নামোপাড়া গ্রামে । পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে । তবে চালক পলাতক ।
জানা গেছে,যদুপুর নয়াগ্রাম নামোপাড়া গ্রামের বাসিন্দা নাসিম সেখের বাড়িতে রয়েছে স্ত্রী ও তিন নাবালক সন্তান । টোটো ভাড়া খাটিয়ে চারজনের পরিবারের অন্নসংস্থান করতেন তিনি । দুপুরের খাবার খেতে একবার বাড়ি ফিরতেন । সারাদিন বাইরে কাটিয়ে প্রতিদিন রাতে টোটো নিয়ে তিনি বাড়ি ফিরতেন নাসিম
জানা গেছে,বৃহস্পতিবার রাতেও তিনি যথারীতি টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন নাসিম সেখ । কিন্তু ১২ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি টোটো চালিয়ে যাওয়ার সময় নওদা যদুপুর পুরাতন অঞ্চল অফিসের কাছে আসতেই পিছন দিক থেকে একটা বেপরোয়া গতির ডাম্পার তার টোটোয় সজোরে ধাক্কা দেয় । টোটো থেকে ছিটিকে পড়েন নাসিম । তার মাথায় গুরুতর আঘাত লাগে । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় অল্প সময় পরেই তার মৃত্যু হয় । এদিকে টোটোটি তালগোল পাকিয়ে ডাম্পারের চাকায় আটকে গেলে চালক ডাম্পার ফেলে চম্পট দেয় । পরে খবর পেয়ে কালিয়াচক থানার ওসি সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশবাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ডাম্পার ও তালগোল পাকিয়ে যাওয়া টোটোটি আটক করে । আজ শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।।