শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৪ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক টোটো চালক এবং এক টোটোর যাত্রীর । গুরুতর আহত হয়েছে আরো দুই মহিলা যাত্রী । তারা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের কর্মী বলে জানা গেছে । আজ শনিবার সকাল ১১:০০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মেমারি-মালডাঙ্গা সড়কপথে মন্তেশ্বর বাজার ঢোকার আগে জয়রামপুর পুলের কাছে । পুলিশ জানিয়েছে মৃতদের নাম, পরেশনাথ রুদ্র ও বিশ্বনাথ রায় । প্রথমজন মন্তেশ্বরের বাসিন্দা এবং তিনি ওই টোটোর টোটো চালক । দ্বিতীয়জন মন্তেশ্বর থানার শ্যামনবগ্রামের গ্রামের বাসিন্দা । আহতরা হলেন নাজমা খাতুন ও আজিজা খাতুন । তারা মন্তেশ্বর কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে মধ্যবয়সী বিশ্বনাথ রায়কে নিজের টোটোয় চাপিয়ে মন্তেশ্বরে আসছিলেন পরেশনাথ রুদ্র । রাস্তাতে দুই মহিলা স্বাস্থ্যকর্মী নাজমা খাতুন ও আজিজা খাতুনকে টোটোয় তোলেন তিনি । মেমারি-মালডাঙ্গা সড়কপথ ধরে যাওয়ার সময় মন্তেশ্বর বাজার ঢোকার আগে জয়রামপুর পুলের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা ‘গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’ লেখা একটা ইন্ডিকা গাড়ি প্রবল গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোয় সজরে ধাক্কা দেয় । গাড়ির গতি এতটাই বেশি ছিল যে টোটোটি কার্যত তালগোল পাকিয়ে যায় । দুর্ঘটনার পরেই গাড়ি ফেলে চম্পট দেয় চারচাকা গাড়ির চালক । এদিকে গুরুতর আহত হন টোটো চালকসহ ৪ জন যাত্রী । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে গেলে টোটো চালক পরেশনাথ রুদ্র এবং এক যাত্রী বিশ্বনাথ রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । স্বাস্থ্যকর্মী নাজমা খাতুনের মুখের চোয়াল ভেঙ্গে যায় । তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । একটি পা ভেঙে গেছে অপর এক স্বাস্থ্যকর্মী আজিজা খাতুনের । বর্তমানে তিনি মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ ঘাতক চারচাকা গাড়িটি আটক করেছে এবং চালকের সন্ধান চালাচ্ছে ।।