এইদিন ওয়েবডেস্ক,মালদা,২০ অক্টোবর : লরি চালককে আটকে মারধর করে লুটপাট চালানোর অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশবাজার থানার আমবাজার এলাকায় । আহত লরি চালক ভোম্বল পাল বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে,ভোম্বল পালের বাড়ি মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় । তিনি অন্ধপ্রদেশ থেকে লরিতে পেঁয়াজ লোড করে এদিন দুপুর নাগাদ মালদার ইংলিশবাজারে আসেন । তারপর স্থানীয় আমবাজারের একটি গোডাউনের সামনে লরিটি দাঁড় করিয়ে তিনি দুপুরের খাওয়ার খেতে হোটেলে যাচ্ছিলে ।
ভোম্বল পালের অভিযোগ, ‘সেই সময় এক টোটোচালক হঠাৎই আমার পথ আটকায় । তার সে টোটো থেকে নেমে আমার উপর আচমকা চড়াও হয়ে হামলা চালায় । আমায় ব্যাপক মারধর করে । আমার মাথা ও কপাল কেটে রক্তপাত শুরু হয় । আমি আহত অবস্থায় রাস্তার উপরে পড়ে গেলে ওই টোটো চালক আমার কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ।’
জানা গেছে,ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে আহত লরি চালককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ।ভরদুপুরে আমবাজারের মত ব্যস্ততম জায়গায় এই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । তবে এটা নিছক ছিনতাইয়ের ঘটনা নাকি এর পিছনে পুরনো শত্রুতা কাজ করছে তা জানা যায়নি । পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে ।।