এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৮ জানুয়ারী : পাকিস্তানে রহস্যজনক পরিস্থিতিতে খতম হল শীর্ষ লস্কর-ই-তৈয়বা (Lashkar-e- Taiba) কমান্ডার আব্দুল গফফার (Abdul Gaffar) । রিপোর্ট অনুসারে, সে তার এক আত্মীয়ের একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করে ফিরছিল । তারই মাঝে রহস্যজনক ভাবে সে মারা গেছে ৷ তবে গুলিতে নাকি বিষ প্রয়োগে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়৷ ২০০৮ সালের মুম্বাই হামলার পেছনে জড়িত থাকার জন্য জাতিসংঘ কর্তৃক তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মনোনীত করেছিল । খতম হওয়ার দিন কয়েক আগেই ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হাফিজ সাইদের ছেলের সাথে আব্দুল গফফারকে দেখা গিয়েছিল ।
পাকিস্তানি মিডিয়া আউটলেট গ্লোবাল প্লাজার খবর অনুযায়ী,সম্প্রতি হুজেফা ওরফে আব্দুল গাফফারের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয় । তার ঠিক পরেই শুক্রবার করাচির গুল প্লাজা মলে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । বিস্ফোরণে প্রচুর হতাহত হয় । এই বিস্ফোরণের জন্য আব্দুল গাফফারকে দায়ি করা হচ্ছিল । পাকিস্তানের পুলিশের সন্দেহ যে আব্দুল গাফফারের স্ত্রীর মৃত্যুর ঘটনায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই লস্কর-ই-তৈয়বা এই বিস্ফোরণ ঘটিয়েছিল । আর করাচির গুল প্লাজা মলে বোমা বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যেই নিকেশ হল ওই সন্ত্রাসবাদী । প্রতিবেদনে বলা হচ্ছে যে মার্কিন চাপে আইএসআই লস্কর-ই- তৈয়বার বরিষ্ঠ সদস্যদের জেড প্লাস নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে ! ফলে চরম আতঙ্কে আছে হাফিজ সঈদ ।।

