দিব্যেন্দু রায়,বর্ধমান,১৫ নভেম্বর : আজ ছিল ভাইবোনের পবিত্র সম্পর্ক উদযাপনের উৎসব ভ্রাতৃদ্বিতীয়া । এদিন এই উৎসব ঘিরে মেতে ওঠে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষ । চারিদিক যখন শাঁখ ও উলুধ্বনিতে মুখরিত, অন্যদিকে তখন ভিন্ন আঙ্গিকে ভ্রাতৃদ্বিতীয়ার আয়োজন করতে দেখা গেল পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং টলিউডের উঠতি অভিনেতা আউশগ্রামের বাসিন্দা সঞ্জুকে ।
আজ বুধবার ভাতারের বলগোনায় সারদামণি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে গণভাইফোঁটার আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠানে বিডিও দেবজিৎ দত্ত,ওসি অরুণ কুমার সোমসহ তৃণমূলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন । তাদের সকলকে ভাইফোঁটা দেন জেলা পরিষদের সদস্যা সায়রা বানু বেগম, বলগোনা পঞ্চায়েতের প্রধান লায়লা বেগম চৌধুরী, নিত্যানন্দপুর পঞ্চায়েতের প্রধান তনুশ্রী সাহারা ।
তবে এদিন টলিউডের অভিনেতা সঞ্জুর উদ্যোগে আয়োজিত ভাইফোঁটা সকলের নজর কেড়েছে । আউশগ্রামের জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত জালিকাঁদর গ্রামে আজকের এই পবিত্র দিনটি উদযাপন করতে দেখা গেছে অভিনেতা সঞ্জুকে । আদিবাসী বোনেদের কাছে ভাইফোঁটা নিয়ে তিনি প্রত্যেকের হাতে কিছু উপহার তুলে দিয়ে আসেন । ভাইফোঁটা শেষে সঞ্জু বলেন,’আজকের এই উৎসব থেকে আদিবাসী বোনেরা বঞ্চিত থাকবে এটা কখনো মেনে নেওয়া যায় না । তাই এবারে আমাদের এলাকার আদিবাসী বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার ব্যবস্থা করেছিলাম । আদিবাসী বোনেদের হাতে ভাইফোঁটা নিয়ে আজ খুব আনন্দ পেলাম ।’
জানা গেছে,আদিবাসী সম্প্রদায়ের স্কুল ছাত্রীরাই মূলত অভিনেতা সঞ্জুকে ভাইফোঁটা দিয়েছিল এদিন। অভিনেতাকে ভাইফোঁটা দিতে পেরে সকলকের চোখেমুখে ছিল খুশির ঝিলিক । টলিউডের একজন উঠতি অভিনেতার এই প্রকার মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা ।।