এইদিন ওয়েবডেস্ক, কলকাতা,২৫ আগস্ট : ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’র মত সুপারহিট বাংলা ছবির নায়ক জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন । এক সময়ে টলিউডে রাজত্ব করা এই অভিনেতার শেষ জীবন কেটেছে চরম কষ্টে । দীর্ঘ অসুস্থতার পাশাপাশি শেষ জীবন চরম আর্থিক সঙ্কটের মধ্যে কেটেছিল বলে অভিনেতার পরিচিত মহল সূত্রের খবর ৷ অবশেষে তিনি মৃত্যুর কাছে হার মানলেন । আজ সোমবার সকাল ১১:৩৫ নাগাদ তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
১৯৮২ সালে বিদেশ সরকার পরিচালিত নিমালুর বনবাস ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচিত্র জগতে আত্মপ্রকাশ করেন জয় ব্যানার্জি । ১৯৮৭ সালে নবেন্দু চ্যাটার্জি পরিচালিত চপার-এ তার ভূমিকার জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন । চুমকি চৌধুরী এবং জয় ব্যানার্জির জুটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল এক সময় ।অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে । ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়।
জয় ব্যানার্জি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূমের বোলপুর থেকে বিজেপির টিকিটে বর্তমান সাংসদ এবং টলিউড অভিনেত্রী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ কিন্তু পরাজিত হন । পরে হাওড়ার উলুবেড়িয়া লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে লড়েন । কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে তিনি পরাজিত হন । ২০২১ সালে তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। তবে পরবর্তী নির্বাচনে বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল জয় ব্যানার্জিকে৷
জানা গেছে যে শ্বাসকষ্ট জনিত সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগছিলেন জয় ব্যানার্জি । এর আগেও এই সমস্যায় তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে দীর্ঘ দিন চিকিৎসা নিতে হয়েছিল । গত ১৫ আগস্ট ফের তিনি অসুস্থ হয়ে পড়লে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । ১৭ অগস্ট ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় । অবশেষে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। এই প্রবীণ অভিনেতার বাড়িতে রয়েছেন দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও বৃদ্ধা মা ৷ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। শোক জানাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিনেতার মৃত্যুতে শোক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মানীয় শ্রী জয় ব্যানার্জী মহোদয়ের প্রয়াণে আমি ব্যথিত। ওনার পরিবার আত্মীয় ও অনুরাগীদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি, ওনার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি।ওঁ শান্তি৷’
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল লিখেছেন,’বাংলা চলচ্চিত্রের প্রসিদ্ধ অভিনেতা ও আমাদের সহকর্মী জয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে আমরা শোকাহত । তাঁর আত্মার শান্তি কামনা করি।’