এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০৭ আগস্ট : টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ চোপড়া । হরিয়ানার পানিপথ জেলার এক গ্রামের কৃষক পরিবারে জন্ম নীরজের । আজ তাঁর জন্যই গর্বিত গোটা দেশ । তিনি দ্বিতীয় ভারতীয় যিনি অলিম্পিকে এমন অসাধারণ বিজয় অর্জন করলেন ।
শনিবার নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটার ।তার পরের থ্রোয় বর্শা গিয়ে পড়ে ৮৭.৫৮ মিটার দূরে।যদিও তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স ৮৮.০৮ মিটারের থেকে কিছুটা কম তবে তা সোনা জেতার পক্ষে যথেষ্ট ছিল । এরপর আর কোনও প্রতিদ্বন্দ্বী নীরজের থ্রো টপকাতে পারেননি ।
হরিয়ানার পানিপথের খন্দারা গ্রামের বাসিন্দা নীরজের গল্প কম আকর্ষণীয় নয় । মাত্র ১১ বছর বয়সে পরিবারের লোকজন নীরজকে একটি জিমে ভর্তি করে দেন । ওই জিমের কিছুটা পাশেই পানিপথের শিবাজী স্টেডিয়াম । নীরজ প্রায়ই হাঁটতে হাঁটতে স্টেডিয়ামে চলে যেতেন । একদিন খেলার ছলে একটি বর্শাটি তুলে দুরে নিক্ষেপ করেন । যা অনেকটা দূরে গিয়ে পড়ে । তাঁর এই থ্রো দেখে স্টেডিয়ামে উপস্থিত কোচ নীরজকে জ্যাভলিন প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন । সেই শুরু । এরপর থেকে জ্যাভেলিন থ্রো প্র্যাকটিস করা শুরু করেন নীরজ ।
২০১৬ সালে আইএএএফ ওয়ার্ল্ড ইউ-২০ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ । তখন তাঁর থ্রো ছিল ৮৬.৪৮ মিটার । ওই পারফম্যান্সের পর তাঁকে ভারতীয় সেনায় জুনিয়র কমিশনড অফিসার হিসাবে নিযুক্ত করা হয় । এরপর ২০১৮ সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন নীরজ । শুধু তাঁর রিও যাওয়া হয়নি । সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নিলেন টোকিও অলিম্পিকে ।।
ছবি : ট্যুইটার থেকে সংগৃহীত ।