এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০৩ আগস্ট : আশা জাগিয়েও সেমিফাইনালে পরাজিত হল ভারতের পুরুষ হকি দল । বিশ্বের দু’নম্বর দল বেলজিয়ামের কাছে ৫-২ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হল মনপ্রীত-শ্রীজেশদের । মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচে শুরু ভালো করেও পরের দিকে বেলজিয়ামের কাছে কার্যত নাকানিচুবানি খেতে হয় ভারতীয় দলকে । বেলজিয়ামের স্ট্রাইকারদের দাপটে টিকতে পারেনি ভারতের ডিফেন্স । এবার ভারতীয় দলের লক্ষ্য হবে ব্রোঞ্জ পদক জেতা ।
টোকিও অলিম্পিকে অধিকাংশ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল ভারতীয় পুরুষ হকি দল । দলের ওই পারফরম্যান্স দেখে ৪০ বছর পর ফের অলিম্পিকের হকিতে সোনাজয়ের আশা করেছিল দেশবাসী । প্রধানমন্ত্রী থেকে সেনাবাহিনী সবারই বিপুল সমর্থন ছিল মনপ্রীতদের জন্য ৷ খেলা শুরুর আগে ভারতীয় হকি দলের উদ্দেশে ট্যুইটারে শুভেচ্ছা বার্তায় ভরে যায় । কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালের স্কোরলাইন সবাইকে হতাশই করল ৷
এদিন সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের ডিফেন্স সম্পূর্ণ ভেঙে পড়ল । আর এর সুযোগ নিয়ে বিশ্বের দুই নম্বর দল বেলজিয়াম পরপর গোল করে গেছে । যে কারণে হারের মুখ দেখতে হল ভারতকে । খেলার প্রথমার্ধে এক সময় ভারত ২-১ গোলে এগিয়ে ছিল । কিন্তু তারপর থেকে একের পর এক ভূল করে গেছে ভারতীয় খেলোয়াড়রা । যার ফলে বেলজিয়াম একের পর এক পেনাল্টি কর্নার পেয়েছে আর ভারতের গোলের জালে বল পাঠিয়ে গেছে । অন্যদিকে একাধিক পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত ।
প্রয়োজনের অতিরিক্ত রক্ষণশীল হওয়াও এদিন ভারতের পরাজয়ের অন্যতম কারন বলে মনে করা হচ্ছে । আর ভারতের এই অতিরিক্ত রক্ষণশীলতার জন্য বেলজিয়াম মোট ১৪ টি পেনাল্টি কর্নার পেয়েছে । বেলজিয়াম যে ৫ টি গোল করেছে তার মধ্যে ৪ টি পেনাল্টি কর্নার ও একটি এসেছে পেনাল্টি স্ট্রোক থেকে । আলেকজান্ডার হেন্ডরিক্স এদিন হ্যাটট্রিক করেন ।
খেলার শেষে ভারতীয় দলের মনোবল বাড়াতে ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘জয় বা পরাজয় জীবনের অঙ্গ ৷ আমাদের হকি টিম টোকিও অলিম্পিকে তাদের সেরাটা দিয়েছে ৷ আর সেটাই আসল কথা ৷’ পাশাপাশি তিনি ভবিষ্যতের জন্য ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ।।