এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০৬ আগস্ট : আশা জাগিয়েও অলিম্পিকে পদক জেতার স্বপ্ন অধরা থেকে গেল ভারতের মহিলা হকি দলের । শুক্রবার ব্রোঞ্জ পদকের জন্য লড়াইয়ে ব্রিটেনের কাছে ৪-৩ গোলে হার স্বীকার করতে হল ভারতকে । খেলার দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ব্রিটেন ২-০ গোলে এগিয়ে থাকলেও গুরজিত পরপর পেনাল্টি কর্নার থেকে দুটি গোল দিয়ে ম্যাচে সমতা ফেরান । তারপর আরও একটি গোল করে ভারত । তবে কিছুক্ষণের মধ্যে সেই গোল শোধ করে দেয় ব্রিটেন । তারপর আরও একটি গোল করে ৪-৩-এ এগিয়ে যায় ব্রিটেন । কিন্তু ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডির লড়াই করেও আর সমতায় ফেরাতে পারেনি রানি রামপালরা ।
তবে ভারতীয় মহিলা হকি দল টোকিও অলিম্পিকে পদক জিততে ব্যর্থ হলেও তাঁদের লড়াকু মানসিকতার কারনে কোটি কোটি ভারতীয়ের মন জয় করেছে । টোকিও অলিম্পিকের ইতিহাসে কার্যত অনন্য নজির সৃষ্টি করেছে রানী রামপালের দল । এই প্রথম ভারতীয় মহিলা হকি দল অলিম্পিকে চতুর্থ স্থান দখল করল । কোয়ার্টার ফাইনালে তিনবারের সোনা জয়ী অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে রানীরা । সেমিফাইনালে তাঁরা চার বারের অলিম্পিক পদক জয়ী আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল । এদিন খেলার শেষ মূহুর্ত পর্যন্ত লড়ে গেছে ভারতীয় দল ।।
প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় ভারতের পুরুষ ও মহিলা হকি দলের প্রশংসা করে বলেন, ‘পুরুষ ও মহিলা হকি দলের অসাধারণ পারফরম্যান্স আমাদের সমগ্র জাতির আবেগকে উসকে দিয়েছে । গোটা দেশ জুড়ে হকের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে । এটি আগামী সময়ের জন্য খুবই ইতিবাচক লক্ষণ ।’।