এইদিন ওয়েবডেস্ক,টোকিও,৩১ জুলাই : টোকিও অলিম্পিকে হকিতে পুরুষদের সঙ্গে সমান তালে লড়ে যাচ্ছে ভারতের মহিলা দল ৷ মনপ্রীতদের দল ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে ৷ এবার ভারতের মহিলা দলও কোয়ার্টার ফাইনালে ওঠার মুখে ৷ শনিবার তাঁরা গ্রুপের অন্তিম খেলায় জিত হাসিল করল । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারাল ভারত । এনিয়ে দ্বিতীয় জয় ভারতের । এদিন ভারতের হয়ে হ্যাটট্রিক করেন বন্দনা কাটারিয়া ৷ এই জয়ের সাথে ভারতীয় দল গ্রুপ ‘এ’-তে চতুর্থ স্থানে রয়েছে । ফলে তাঁদের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা রয়েছে ।
তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ভারতকে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের ম্যাচের উপর নির্ভর করতে হবে । ব্রিটেন- আয়ারল্যান্ড ম্যাচে যদি ব্রিটেন জেতে বা ড্র করে তাহলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভারতের মহিলা হকি দল ৷ কিন্তু আয়ারল্যান্ড জিতলে ভারতের কোয়ার্টার ফাইনালে যাওয়ার কোনও আশাই থাকবে না ৷
তবে এদিন ভারতের মহিলা হকি দল জিতলেও অনান্য খেলায় ভারতীয় খেলোয়াড়রা নিরাশ করেছেন । তীরন্দাজির একক ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হল অতনু দাসকে । তাঁকে জাপানের খেলোয়াড়ের কাছে ৬-৪-এ হারতে হল । এদিকে পুরুষদের বক্সিংয়ে যাকে ঘিরে সব চেয়ে বেশি আশা ছিল সেই অমিত পাংঘলও ম্যাচ হেরে অলিম্পিক থেকে ছিটকে গেলেন । বিশ্বের এক নম্বর খেলোয়াড় কলম্বিয়ান বক্সারের কাছে তাঁকে এদিন পরাজয় স্বীকার করতে হল ।
তবে মহিলাদের ডিস্ক থ্রো ইভেন্টে কমলপ্রীত কৌর ফাইনালে তার জায়গা নিশ্চিত করেছেন। গ্রুপ ‘বি’ তে কৌর তার তৃতীয় প্রচেষ্টায় ৬৪ মিটার স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন । ভারতের তরফ থেকে তিনি রেকর্ড স্কোর করেছেন । কমলপ্রীত ছাড়াও সীমা পুনিয়া গ্রুপ ‘এ’ থেকে ৬০.৫৭ মিটার স্কোর করে ষষ্ঠ স্থানে রয়েছেন । দুই গ্রুপ মিলে সেরা ১২ জন খেলোয়াড় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবেন ।।