এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৪ জুলাই : টোকিও অলিম্পিকে গ্রুপের প্রথম ম্যাচেই সাফল্য পেল ভারতের পুরুষ হকি টিম । শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলে জয়লাভ করল ভারত । খেলার প্রথম অর্ধের ৬ মিনিটের মাথায় নিউজিল্যান্ডের কেন রাসেল একটি গোল দিয়ে দেন । তার ঠিক চার মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল সমতা ফেরান ভারতের রুপিন্দর পাল সিং । এরপর ২৬ মিনিটে ভারতের হরমনপ্রিত সিং ফের পেনাল্টি কর্নার থেকে একটি গোল করলে ২-১-এ লিড নিয়ে নেয় ভারত ।
তারপর থেকেই মরিয়া নিউজিল্যান্ডের আক্রমনের ঝাঁঝ বাড়াতে থাকে । সেই আক্রমন প্রতিহত করে ভারত পালটা আক্রমণে নামে । আসে সাফল্যও । খেলার ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফের একটি গোল করেন হরমনপ্রিত । ৪৩ মিনিটের মাথায় নিউজিল্যান্ডের স্টিফেন জেনেস একটি গোল শোধ দেন । শেষ পর্যন্ত ৩-২ গোলে খেলার পরিসমাপ্তি ঘটে । এই জয়ে ভারতীয় দলকে ট্যুইট বার্তায় শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজুজু ।
এদিন শনিবার ছিল অলিম্পিকের প্রথম দিন । এদিনের সকালটা ছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য ভাল-মন্দে মেশানো । শুটিংয়ে অপূর্বী চাণ্ডিলা হতাশ করলেও তিরন্দাজিতে দীপিকা কুমারী ও প্রবীণ যাদব মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন । তবে শ্রীজেশ, রূপিন্দরিদের হকিস্টিকের জাদুতে নিউ জিল্যান্ডের মত শক্তিশালী প্রতিপক্ষকে পুল-এ’র প্রথম ম্যাচে হারানোয় উৎফুল্ল ভারতীয় শিবির । এদিন বেশ কয়েকজন ভারতীয় অ্যাথলিটের ইভেন্টও রয়েছে । এখন তাঁরা কেমন পারফরম্যান্স করেন সেই দিকেই তাকিয়ে সকলে ৷।