এইদিন ওয়েবডেস্ক,টোকিও,৩০ জুলাই : ৬৯ কেজি বক্সিংয়ের সেমিফাইনালে উঠে দেশের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন অসমের প্রত্যন্ত গ্রামের মেয়ে লাভলিনা বড়গোহাঁইন (Lovlina Borgohain) । মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে পদক দিলেন লাভলিনা । বিজেন্দ্র সিংহর হাত ধরে এসেছিল বক্সিংয়ে ভারতের প্রথম পদক । ২০০৮ সালের ২০ আগস্ট বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দ্র । তার চার বছর পরে ২০১২ সালের ৮ আগস্ট লন্ডন অলিম্পিক্সে বক্সিং থেকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন মেরি কম । সেটিও ব্রোঞ্জ । অলিম্পিক্সে ফ্লাইওয়েট বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন মেরি । এরপর দীর্ঘ ৯ বছরের খরা কাটিয়ে ওয়েল্টারওয়েট বিভাগে দেশকে পদক এনে দিলেন অসমের প্রত্যন্ত গোলাঘাট অঞ্চলের মেয়ে ২৪ বছর বয়সী লাভলিনা । ৬৯ কেজি বিভাগে লভলিনার প্রথম লড়াই ছিল জার্মানির নাদাইন এপেটজের বিরুদ্ধে । এদিন চেন এনসিকে হারালেন ৪-১-এ ।
অসমের প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিকে পদক জেতার কৃতিত্ব অর্জন করলেন লভলিনা ।
কোয়ার্টারফাইনালে তাঁর অসামান্য বাউটের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান ক্রীড়ামন্ত্রী । শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷
এদিকে টোকিও অলিম্পিকের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরাজয়ের মুখোমুখি হতে হল ভারতের তারকা বক্সার মেরি কমকে । তিনি কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিযয়ারের কাছে পরাজিত হয়েছেন । ম্যাচটি হেরে ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন মেরি কম । শুক্রবার সকালে মেরি কম টুইট করে বলেন, ‘ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তাকে বক্সিংরিংয়ে তার পোশাক পরিবর্তন করতে বলা হয়েছিল ।’।