এইদিন ওয়েবডেস্ক,১৫ নভেম্বর : সোমবার বার্ষিক বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ । প্রতিবেদন অনুযায়ী,আজ মঙ্গলবার(১৫ নভেম্বর ২০২২) পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটির গন্ডি স্পর্শ করবে । জাতিসংঘ এটিকে মানব উন্নয়নের একটি মাইলফলক বলে মনে করছে । প্রতিবেদন অনুযায়ী,২০৩০ সালের মধ্যে পৃথিবীতে ৮৫০ কোটি, ২০৫০ সালের মধ্যে ৯৭০ কোটি এবং ২১০০ সালের মধ্যে ১০৪০ কোটি জনসংখ্যা হতে পারে । জাতিসংঘের অনুমান অনুসারে, ২০২৩ সালের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বিশ্ব জনসংখ্যা ১৯৫০ সালের পর থেকে সবচেয়ে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে, যা ২০২০ সালে এক শতাংশের নিচে নেমে এসেছিল । তবে মানুষের গড় আয়ূ বেড়েছে । বর্তমানে মানুষের গড় বয়সও ৭২.৮ বছর । ১৯৯০ সালের তুলনায় ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৯ বছর বেড়েছে । পুরুষদের তুলনায় গড়ে ৫.৪ বছর বেশি বাঁচে নারীরা । সেই হিসাবে নারীদের গড় বয়স অনুমান করা হয়েছে ৭৩.৪ বছর এবং পুরুষদের ৬৮.৪ বছর ।
প্রতিবেদন অনুযায়ী,২০৫০ সাল পর্যন্ত বিশ্বব্যাপী জনসংখ্যার অর্ধেকেরও বেশি বৃদ্ধি শুধুমাত্র আটটি দেশে কেন্দ্রীভূত হবে । সেই দেশগুলি হল কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং তানজানিয়া । এদিকে বৈশ্বিক জনসংখ্যা ৭ থেকে ৮ বিলিয়ন হতে ১২ বছর লেগেছে । কিন্তু জনসংখ্যা ৯০০ কোটি হতে ১৫ বছর সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে । আর এতেই প্রমানিত যে বিশ্ব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধির হার ধীর হয়ে যাচ্ছে । ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স ইভালুয়েশনের রিপোর্ট অনুসারে, ৭৮ বছর পর ভারতে টোটাল ফার্টিলিটি রেট (টিএফআর) হবে ১.২৯ যা জাতিসংঘের অনুমান ১.৬৯ থেকে অনেক কম। ২১০০ সালে ভারতের জনসংখ্যা ৪৩৩ মিলিয়ন কমে যেতে পারে বলে অনুমান ।।