এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ এপ্রিল : আজ বৃহস্পতিবার শুরু হয়ে গেছে বছরের প্রথম সূর্যগ্রহণ । এদিনের সূর্যগ্রহণ ভারতীয় সময় সকাল ৭.০৪ থেকে শুরু হয়েছে,শেষ হবে বেলা ১২.২৯ নাগাদ । মোট পাঁচ ঘণ্টার বেশি সময় স্থায়ী হবে এই গ্রহণ । বিশ্বের অনেক দেশেই দেখা গেলেও তবে গ্রহণমুক্ত ভারত। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতে এটি দৃশ্যমান নয় ।
অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা এবং ভারত মহাসাগর থেকে গ্রহনটি দেখা যাবে । স্পেস ডটকমের মতে, পৃথিবীর মাত্র তিনটি স্থানে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে, যার মধ্যে রয়েছে এক্সমাউথ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তিমুর লেস্টে এবং পশ্চিম পাপুয়া। এছাড়া আমস্টারডাম, পোর্ট-অ-ফ্রান্স, অস্ট্রেলিয়ার পার্থ, ডারউইন, ইন্দোনেশিয়ার জাকার্তা, মানোকোয়ারি এবং মাকাসার, ফিলিপাইনের জেনারেল সান্তোস, পাপুয়া নিউ গিনির পোর্ট মোরসবি, সলোমন দ্বীপপুঞ্জের হোনিয়ারা সহ অনেক শহরে সূর্যগ্রহণ দেখা যাবে ।।