এইদিন ওয়েবডেস্ক,জোহানেসবার্গে,১৭ ডিসেম্বর : আজ রবিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ অনুষ্ঠিত হতে চলেছে । খেলা হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে । কেএল রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত । এই সিরিজে কেএল রাহুল এমন একটি দলের অধিনায়কত্ব করবেন যেখানে অনেক খেলোয়াড়ই তরুণ, আবার কিছু খেলোয়াড় থাকবেন যারা দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরবেন । শনিবার সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন,’আমি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে মিডল অর্ডারে ব্যাট করতে নামবো । টেস্ট ম্যাচেও একই ভূমিকা নিতে পারলে খুশি হব ।’
রবিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায় । টস হবে দুপুর ১টায় । রাত্রি সাড়ে দশটা নাগাদ ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে । ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে এবং ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি+হটস্টারে দেখা যাবে।
২০২৩ সালের বিশ্বকাপের পর প্রথমবার একদিনের ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও এই দলে রোহিত ও বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের দেখা যাবে না । প্রথম ওয়ানডেতে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং একাদশ হল : রুতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, কেএল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আভেশ খান এবং আরশদীপ সিং ।।