এইদিন ওয়েবডেস্ক,গুজরাট,২৫ এপ্রিল : রাহুল গান্ধীর পৌরষত্ব যাচাই করতে হলে নিজের মেয়ে-বোনদের তার কাছে পাঠানোর পরামর্শ দিয়েছেন গুজরাটের জুনাগড়ের(Junagadh) কংগ্রেস নেতা প্রতাপ দুধত (Pratap Dudhat) । আম আদমি পার্টি থেকে বিজেপিতে যোগদান করা বিধায়ক ভূপত ভায়ানির মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা প্রতাপ দুধত তাকে ওই বিতর্কিত পরামর্শ দিয়েছেন । তার ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য ভরাডুবির ভবিষ্যৎবাণীর মাঝে গুজরাটের ওই কংগ্রেস নেতারা এহেন মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে ।
প্রতাপ দুধতকে ভাইরাল ভিডিওতে গুজরাটি ভাষায় কথা বলতে দেখা গেছে । তিনি বলেছেন,’দুদিন আগে বিসাভাদরে একটি ঘটনা ঘটেছিল। রাহুল গান্ধী সম্পর্কে এমন বিবৃতি দিয়েছেন ভিসাভাদরের প্রাক্তন এএপি বিধায়ক, যা করা উচিত নয়। আমি বিজেপির লোকদের বলতে চাই যে আপনি রাহুলজি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, রাহুলজি সম্পর্কে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে রাহুল গান্ধী যে ‘নপুংসক’ তা পরীক্ষা করতে আপনার বাড়িতে কে গিয়েছেন ?’ দুধত স্পষ্ট বলেছেন, ‘রাহুল গান্ধীর কাছে নিজের বোন ও মেয়েদের পাঠিয়ে তাদের পুরুষত্ব পরীক্ষা করা উচিত।’
এদিকে ওই কংগ্রেস নেতা এই প্রকার ঘৃণ্য মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি । বিজেপি ভিডিওটি শেয়ার করে বলেছে, ‘অন্যান্য লোকের বোন এবং কন্যাদের সম্পর্কে কংগ্রেসের মতামত শুনুন। কতটা জঘন্য মন্তব্য, এটাই কংগ্রেস পার্টির ডিএনএ ।’
আসলে গুজরাটের বিসাভাদরে দলের একটি নির্বাচনী অফিসের উদ্বোধন উপলক্ষে কর্মীদের উদ্দেশে ভূপত ভায়ানী বলেছিলেন, ‘রাহুল গান্ধীর মতো নপুংসক ব্যক্তির হাতে দেশ তুলে দেওয়া যাবে না। এটা সবাই বুঝতে পেরেছে । আলিয়া, মালিয়া, জামালিয়া সবাই এক কলসি থেকে জল খাচ্ছে, কারণ অন্য প্রান্তে আমাদের সিংহ নরেন্দ্র মোদী রয়েছে ।’ পরে ভূপত ভায়ানির বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন,’এটা নির্বাচন সংক্রান্ত ছিল এবং আমার বাক স্বাধীনতা আছে। আমি আমার মতামত জনগণের সামনে তুলে ধরতে পারি । আমার অন্য কোন উদ্দেশ্য ছিল না। সোনিয়া গান্ধীও প্রধানমন্ত্রী মোদীর জন্য “মৌত কা সওদাগর” শব্দ ব্যবহার করেছেন ।’ পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এটা তার ব্যক্তিগত বক্তব্য, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে অভিযুক্ত কংগ্রেস নেতা প্রতাপ দুধত একজন প্রাক্তন বিধায়ক । তিনি ২০১৭ সালে কংগ্রেসের টিকিটে সাভারকুন্ডলা বিধানসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০২২ সালে একই আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থীর কাছে শোচনীয় ভাবে হেরেছিলেন। বর্তমানে তিনি আমরেলি জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করছেন ।।