দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৯ নভেম্বর : গ্রামের পাশেই অজয় নদ । রয়েছে ৪-৫ টি বালিঘাট । প্রতিনিয়ত বালির গাড়ি চলাচল করে । তার ফলেই অল্প দিনের মধ্যে যাতায়তের রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ । তাই রাস্তা বাঁচানোর তাগিদে বালির গাড়ি যাতায়াত বন্ধে পোস্টার দিলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-২ ব্লকের রামনগর অঞ্চলের মালিয়ারা এলাকার বাসিন্দারা । এরপরেও বালির গাড়ি চলাচল করলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন । এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সুকুমার আঁকুড়ে বলেন, ‘রাস্তার জন্য এলাকায় পোষ্টারিং করার কথা শুনেছি । উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের দাবির বিষয়ে জানানো হবে ।’
জানা গেছে,মালিয়ারা এলাকায় অজয়নদের বাঁধ থেকে নিমতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দৈঘ্যের একটি রাস্তা রয়েছে । ওই রাস্তা দিয়ে গোপালপুর, মালিয়ারা,পল্লিশ্রী, গোপালপুর,খটনগর, কলোনীসহ একাধিক গ্রামের মানুষ চলাচল করেন । এছাড়া অজয়নদের বালিঘাট থেকে বালি বোঝাই গাড়িগুলি মূলত এই রাস্তাটা দিয়েই চলাচল করে ।
স্থানীয় গ্রামবাসী নিশিকান্ত ঘোষ বলেন, ‘বালিবোঝাই গাড়ি যাতায়াতের কারনে অল্প দিনেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে । মাস আটেক আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটি সংস্কার করা হয়েছে । কিন্তু প্রতিনিয়ত বালিবোঝাই গাড়ি চলাচলের কারনে এখন থেকেই রাস্তায় খানাখন্দের সৃষ্টি হচ্ছে । তাই গ্রামবাসীরা বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তা দিয়ে আর বালির গাড়ি চলাচল করতে দেওয়া হবে না । এনিয়ে এলাকায় পোস্টারিংও করা হয়েছে ।’
জানা গেছে,রাস্তা দিয়ে বালির গাড়ি চলাচল নিয়ে বৃহস্পতিবার বিকেলে গ্রামে একটি বৈঠকের আয়োজন করা হয় । তখনই রাস্তা দিয়ে বালির গাড়ি চলাচল বন্ধে পোস্টারিং করার বিষয়ে সিদ্ধান্ত হয় । পরে এলাকার বিভিন্ন প্রান্ত জুড়ে সাঁটিয়ে দেওয়া হয় সেই পোস্টার । গ্রামবাসীদের দাবি, বিকল্প রাস্তা দিয়ে চলাচল করুক বালির গাড়িগুলি । এখন গ্রামবাসীদের এই সিদ্ধান্তের বিষয়ে বালিঘাটের ইজারাদারেদের কি ভূমিকা হয় সেই দিকেই তাকিয়ে আছেন স্থানীয় মানুষ ।।